শিরোনাম
◈ বাংলাদেশের বিএনপিকে নিয়ে ভারত এখন কী ভাবছে? ◈ ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ চালানো হচ্ছে আমার বিরুদ্ধে: টিউলিপ ◈ গ্যাসের মূল্যবৃদ্ধি: ঝুঁকিতে নতুন বিনিয়োগ? ◈ ড্রোন শোতে ওয়াসিমের ছবি না থাকায় দুঃখ প্রকাশ করলেন ফারুকী ◈ ৭ বাংলাদেশির ইউরোপের ভিসা পেতে ভারতে গিয়ে যে পরিণতি হলো ◈ সংঘর্ষের ঘটনায় কুয়েটের ৩৭ শিক্ষার্থী বহিষ্কার, হল খুলবে ২ মে ◈ রাজধানীতে ড্রোন শো, ফুটে উঠল জুলাই অভ্যুত্থানের চিত্র (ভিডিও) ◈ আরব আমিরাতে বহুতল ভবনে আগুন, লাফিয়ে পড়ে ৫ জনের মৃত্যু ◈ টেন্ডার পেয়েছেন ছাত্র আন্দোলনের নেতা, জিলাপি খেতে চাইলেন ওসি, অডিও ভাইরাল ◈ চাকরির প্রলোভনে রাশিয়া, শেষে যুদ্ধের ময়দান: দেশে ফেরাতে ডজনখানেক পরিবারের আবেদন মস্কো দূতাবাসে

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৫, ১০:০৪ রাত
আপডেট : ১৪ এপ্রিল, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ছিনতাইকারীকে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা

সনত চক্র বর্ত্তী, ফরিদপুর  : ফরিদপুরে অভিনব কায়দায় পিকআপে ছিনতাই করার সময় ছিনতাইকারীকে ধরে পিটুনি দিয়ে ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। শনিবার (১২ এপ্রিল) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার কানাইপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, বরিশালে শবজি নামিয়ে দিয়ে পিকআপ নিয়ে চুয়াডাঙ্গায় ফিরছিলেন চালক আনারুল।পথিমধ্যে ঢাকা-খুলনামহাসড়কের সদর উপজেলার কানাইপুর আখ সেন্টার এলাকা থেকে একটি মোটরসাইকেল তার পিছু নেয়। 

কানাইপুর বাজার এলাকায় পৌঁছা মাত্রই পিকআপের সামনে মোটরসাইকেল দিয়ে বেরিকেড দিয়ে আটকে দেয় মোটরসাইকেলে থাকা দুই ব্যাক্তি চালককে বলে তুমি মানুষ মেরে ফেলেছো, তোমার কাছে টাকা, মোবাইল যা আছে দিয়ে দাও। পুলিশকে জানালে ঝামেলা হবে বলতে বলতে চালকের কাছে থাকা নগদ সাড়ে ৬ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। 

চালকের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে রাজ্জাক নামের এক ছিনতাইকারীকে আটক করে, অন্যজন পালিয়ে যায়। আটককৃত ছিনতাইকারীকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। আটক ছিনতাইকারী রাজ্জাক শেখের বাড়ি কানাইপুর এলাকায়।

ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এস আই) মুজাহিদুর রহমান জানান, ছিনতাই করার সময় এক ব্যাক্তিকে স্থানীয় জনতা আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে স্থানীয় জনতা ছিনতাইকারীকে আমাদের কাছে সোপর্দ করে। তাকে থানায় আনা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়