শিরোনাম
◈ রাজনৈতিক দখল, আধিপত্য ঘিরে বাংলাদেশে বাড়ছে সংঘাত-সংঘর্ষ ◈ প্রধান উপদেষ্টা রসিকতা করে বলেন, তোমরা এই ব্যাকগ্রাউন্ড মিউজিক কীভাবে জোগাড় করলে ◈ ওয়ান‌ডে ও টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ খেল‌তে মে মা‌সে বাংলাদেশে  আসছে দক্ষিণ আফ্রিকা ◈ এমন দমবন্ধ করা পহেলা বৈশাখ দেখিনি, দেখব বলে আশাও করিনি: শাওন ◈ এশিয়ার ৩ দেশ সফরে বের হয়েছেন শি জিনপিং ◈ জাইমা রহমানের নামে ভুয়া ফেসবুকে আইডি ও পেজ! ◈ বিনিয়োগ সম্মেলন নিয়ে পেছনের গল্প জানালেন আশিক চৌধুরী! ◈ পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১৫ টাকা ◈ বাংলাদেশের 'পাসপোর্ট' প্রসঙ্গ এবার ইসরাইলি সংবাদমাধ্যমে ◈ ভারতে এবার ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নামছেন থালাপতি বিজয়!

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৫, ০৯:২১ রাত
আপডেট : ১৪ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী : গ্রেপ্তার ও বিচারের দাবি

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। তারা অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন। শনিবার দুপুরে রায়পুর থানার সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে কিশোর গ্যাংয়ের হামলায় ক্ষতিগ্রস্তদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষার্থীরা কিশোর গ্যাংয়ের উৎপাতের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে বিড়ম্বনায় পড়ছে। গ্যাংয়ের সদস্যরা মারধর, চাঁদাবাজিসহ নানা অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়ছে। এর প্রতিবাদ করলে সাধারণ মানুষকে নানাভাবে লাঞ্ছিত হতে হচ্ছে।

বক্তারা জানান, গত এক মাসে কিশোর গ্যাংয়ের হামলা ও মারধরের শিকার হয়েছে অন্তত ১৫ জন। হামলার শিকার জাহাঙ্গীর আলম ও তার মেয়ে এবং মনু শীল নামের একজন বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। এসব ঘটনায় মামলা হলেও এখনো জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

অভিযোগ রয়েছে, রায়পুর উপজেলার উদমারাসহ আশপাশের এলাকায় কিশোর গ্যাংয়ের নেতৃত্বে রয়েছেন জোবায়ের হোসেন। গ্যাংয়ের সদস্যদের বয়স ১৫ থেকে ২২ বছরের মধ্যে। তাদের অত্যাচার ও নির্যাতনে অতিষ্ঠ সাধারণ মানুষ। এ বিষয়ে বারবার প্রশাসনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। তা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, কিশোর গ্যাংয়ের সদস্যদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। এসব বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। প্রতিনিয়ত থানা এলাকায় পুলিশের টহল থাকে। কোথাও কোনো ধরনের কিশোর গ্যাংয়ের উৎপাত দেখা গেলে পুলিশকে জানানোর অনুরোধ করেন তিনি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়