এস এম সালাহউদ্দিন, আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা :: বিএনপির মিছিলে হামলা মামলায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী মোহাম্মদক শওকত আলমকে (৪৫) গ্রেফতার করেছে আনোয়ারা থানা পুলিশ। শুক্রবার এক অভিযানে উপজেলা সদরস্থ ভাড়া বাসা হইতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত আলী মোহাম্মদক হাইলধর ইউনিয়নের দক্ষিন ইছাখালী আলী উল্লাহ তালুকদার বাড়ির মৃত আবুল হাসেমেরর ছেলে। বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মনির হোসেন জানান, হাইলধর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বিএনপির মিছিলে হামলার একটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।