জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট : সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রচারণা চালানোর অভিযোগে লালমনিরহাট সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যানসহ নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের সাবেক তিন নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (১১ এপ্রিল) রাতে লালমনিরহাট শহরের হাসপাতাল ও জুম্মাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও লালমনিরহাট সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এরশাদুল করিম। তিনি শহরের খুটামারা এলাকার বাসিন্দা। লালমনিরহাট সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মামুন ও সাবেক সদস্য রনি ইসলাম। তারা শহরের জুম্মাপাড়া এলাকার বাসিন্দা।
এদের মধ্যে আটক ভাইস চেয়ারম্যান এরশাদুল করিম রাজু আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মতিয়ার রহমানের এপিএস ছিলেন। তার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, টেন্ডারবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে বিএনপির অস্থায়ী কার্যালয় হামার বাড়ি ভাংচুর মামলাও রয়েছে।
লালমনিরহাট জেলার পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, 'নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক এই নেতারা বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালিয়ে আসছিলেন। তাই জেলা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।