শিরোনাম
◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের ◈ ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ ◈ অফিস সময়ে সভা করতে সম্মানী নয়: জ্বালানি উপদেষ্টা ◈ হজ ফ্লাইট ২৯ এপ্রিল, বিড়ম্বনা ও দুর্ভোগ ছাড়াই হজে যাবেন যাত্রীরা ◈ নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ছাপিয়ে বিলি করা হবে: ড. ইউনূস ◈ ৪ বিয়ে করে বিপাকে বৃদ্ধ, থানায় দেখা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ◈ প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম ◈ ইসরাইলিদের আল-আকসা মসজিদ ধ্বংস করার গুঞ্জন, ফিলিস্তিনের সতর্কবার্তা ◈ শেখ মুজিবের ছবি অপসারণের ঘটনায় শিক্ষার্থী বহিষ্কার, ছাত্রদলের প্রতিবাদ ◈ বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন 

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৫, ০৪:৫৭ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ: নিহত ২

ফয়সাল চৌধুরী : কুষ্টিয়া সদর উপজেলার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। 

শনিবার (১২ এপ্রিল) সকাল পৌনে ৮টার দিকে সদর উপজেলার বটতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় প্রায় দেড় ১ ঘণ্টা কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা।

নিহতরা হলেন, কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া গ্রামের নয়ন ইসলাম (২৫) এবং সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দুর্বাচারা গ্রামের রনি ইসলাম (২৬)। তারা কুষ্টিয়ার একটি বেসরকারি প্রতিষ্ঠান ‘কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড’- এ কর্মরত ছিলেন।

কুষ্টিয়ার চৌড়হাস হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দূর্বাচারা গ্রাম থেকে এক মোটরসাইকেলে নয়ন ও রনি কর্মস্থল কিয়াম মেটাল ইন্ড্রাষ্ট্রিজে যাচ্ছিলেন। তাদের পিছনে মিজানুর নামে আরও একজন আরোহী ছিলেন।‌ পথিমধ্যে বটতৈল এলাকায় রং সাইড দিয়ে ওভারটেক করার সময় খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নয়ন ও রনি নিহত হন। তবে মোটরসাইকেলের পেছনে থাকা মিজানুর রহমান বেঁচে যান।’

চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, ‘নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।  দুর্ঘটনাকবলিত বাসটি শনাক্ত ও চালককে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় সড়ক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান হাইওয়ে পুলিশের এ কর্মকর্তা।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়