শিরোনাম
◈ ঢাকায় ‘র’ এর স্টেশন চীফ কে, জানালেন সাংবাদিক জুলকারনাইন ◈ আয়তন বাড়ছে বাংলাদেশের: গত ৩৬ বছরে শুধু সন্দ্বীপের আশপাশে ভূমি বেড়েছে ৪৭৫ বর্গকিলোমিটার ◈ আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ◈ আশুগঞ্জের ‍তরুণ রাশিয়ার হয়ে যুদ্ধে, খবর এলো মৃত্যুর ◈ ৬ মাসের শিশু রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ◈ অনার্স পড়ুয়া ভাগ্নের প্রেমে পালালেন মামি, সন্তান ও স্বর্ণালঙ্কারসহ উধাও ◈ যুক্তরাষ্ট্রে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল, এআই নিরীক্ষায় ভারতীয় ও বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ◈ শনিবার থেকে গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল ◈ আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কক্সবাজার-মহেশখালী নৌ রুটে সী ট্রাক চালু: পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৫, ০১:৫৬ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নরসিংদীর ঘোড়াশালে মনোরম পরিবেশে গড়ে উঠেছে মিনি পার্ক

মাহবুব সৈয়দ,পলাশ(নরসিংদী)প্রতিনিধি : প্রাকৃতিক গ্রামীন মনোরম পরিবেশে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার করতাতৈল গ্রামে গড়ে উঠেছে ভাই ভাই মিনি পার্ক। সরেজমিনে গিয়ে দেখা যায়,প্রায় সাড়ে তিন বিঘা জমির উপরে নির্মিত মিনি পার্কটির পুকুরে দাড়িয়ে আছে বিশাল সাদা বক,মুখে মাছ নিয়ে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণের কেন্দ্র বিন্দু।

পার্কটিতে শিশুদের জন্য বিনামূল্যে ৪টি রাইড। সাদা গোলাপ,লাল গোলাপ,জবা,পেয়ারা ,আম ,লিচু রজনীগন্ধা সহ রয়েছে অসংখ্য ফুল,ফল ও ঔষধি গাছ।প্রাকৃতিক পরিবেশে সময় কাটাতে ছোট শিশুদেরসহ পরিবার নিয়ে পার্কে ছুটে আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

গ্রামীন পরিবেশে এখানে বিনা টিকিটে শিশুদের নিয়ে সময় পার করা যায় তাই স্থানীয় এলাকা সহ দূর দূরান্ত থেকেও এখানে দর্শনার্থীরা আসছে। শফিকুল ইসলাম নামে এক দর্শনার্থী জানান,পরিবার নিয়ে বিকেলে সময় কাটানোর মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে এই পার্কে,তবে পার্কে আরো কিছু রাইড যোগ করলে দর্শনার্থী বাড়বে।

ভাই ভাই মিনি পার্ক এর স্বত্বাধিকারী আসিফ মিয়া বলেন,পৌর শহরে কোন রকম বিনোদনের স্থান না থাকায় আমি এই উদ্যোগ গ্রহণ করেছি। শিশুরা বেড়ে উঠার মনোরম পরিবেশ সৃষ্টি করতে পেরেছি।সকলের সহযোগিতা পেলে আগামী দিন এই মিনি পার্কে বিভিন্ন রাইড সংযুক্ত করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়