ঈশ্বরদী (পাবনা) থেকে: পাবনার ঈশ্বরদীতে বাইপাস স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ কিছু সময়ের জন্য
বন্ধ হয়ে যায়। শনিবার ভোর পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঈশ্বরদী বাইপাস স্টেশনের স্টেশন মাস্টার এস এম সাইফুল ইসলাম জানান, ‘ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস স্টেশনটি অতিক্রম করার সময় ট্রেনের ইঞ্জিনের ছয়টি চাকা ও প্রথম বগির দুইটি চাকা লাইনচ্যুত হয়। পরে ঈশ্বরদী লোকোসেড থেকে উদ্ধার ট্রেন এসে ভোর ছয়টার দিকে উদ্ধার কাজ শুরু করে। সকাল সাতটার মধ্যে উদ্ধার কাজ শেষ হলে ট্রেনটি আবার পঞ্চগড়ের পথে যাত্রা শুরু করে।’
এ বিষয়ে স্টেশনে দায়িত্বে থাকা সংকেত রক্ষণাবেক্ষণ সহকারী খাজা মঈনুদ্দিন জানান, ‘প্রায় তিন ঘণ্টা পর ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।’