সনত চক বর্ত্তী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে বয়োবৃদ্ধ রণাঞ্জন রায় রোনা (৭০)নামে এক ব্যক্তি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার(১১ এপ্রিল) দুপুরে নিহতের লাশ ডহরনগর ফাঁড়ির ইনচার্জ মধুসূদন পান্ডে উদ্ধার করে সুরতহাল করেন। এসময় তিনি নিহত লাশের শরীরে কোন প্রকার দৃশ্যমান আঘাতের চিহ্ন দেখেননি বলে নিশ্চিত করেন। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল হাসান লাশটি পোস্টমর্টেম করার জন্য ফরিদপুর পাঠান।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে শুক্রবার ডহরনগর ফাঁড়ির পুলিশকে ঘটনা স্থলে পাঠানো হয়। লাশ সুরতহাল করে ময়না তদন্তের জন্য ফরিদপুর পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।