ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কোটচাঁদপুরে বিপুল পরিমাণ কোকেন মাদক উদ্ধার করেছে মহেশপুর ৫৮ বিজিবি। বৃহস্পতিবার (১০ এপ্রিল)গোপন সংবাদের ভিক্তিতে মহেশপুর ৫৮ বিজিবি একটি দল রাত ৮ টার দিকে কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে রাজশাহী হতে খুলনাগামী কপোতাক্ষ ট্রেনে অভিযান চালিয়ে ১ কেজি ৬১৫ গ্রাম কোকেন উদ্ধার করে।
এ ব্যপারে ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী হতে খুলনাগামী কপোতাক্ষ ট্রেনে অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা। সে সময় ট্রেনের ঙ নম্বর বগিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করাকালে মালিকবিহীন অবস্থায় ১.৬১৫ কেজি কোকেন উদ্ধার করা হয়। তিনি আরও জানান,এ ব্যাপারে কোটচাঁদপুর মডেল থানায় মাদক মামলা হয়েছে।