শিরোনাম
◈ ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার নিশ্চিতে সমঝোতা স্বাক্ষর ◈ কাশ্মীর নিয়ে কোনো ছাড় নয়, ১৩ লাখ ভারতীয় সেনাদের ভয় পায় না পাকিস্তান: জেনারেল আসিম মুনির ◈ দেশে প্রথমবার অভ্যন্তরীণ রুটে কনটেইনারবাহী জাহাজ চলাচল শুরু, রপ্তানিতে আসবে গতি ◈ 'টিপকাণ্ড' ঘিরে মানহানির মামলা: ১৬ তারকাকে আসামি করলেন সেই চাকরিচ্যুত পুলিশ সদস্য ◈ রোহিঙ্গা প্রত্যাবাসনে জটিলতা বাড়াচ্ছে আরাকান আর্মি, জাতীয় স্বার্থে আলোচনা সম্ভব: পররাষ্ট্র উপদেষ্টা ◈ কৃ‌ষি গু‌চ্ছের বিশ্ব‌বিদ‌্যালয় ও বিষয় পছ‌ন্দের আবেদন শুরু ◈ বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পক্ষে ভারতের যুক্তি: ‘আগে বাংলাদেশ কী করেছে, সেটাও দেখতে হবে’ ◈ কূটনীতিকের কাছে ৫ মিলিয়ন ডলার দাবি করেন মডেল মেঘনা: চার্জশিটে অভিযোগ ◈ মালয়েশিয়ায় বড় ধরনের অভিযান: ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ অবৈধ অভিবাসী আটক ◈ দীর্ঘ বিরতির পর ঢাকা-ইসলামাবাদে সচিব পর্যায়ের বৈঠক, শিক্ষা-বাণিজ্যসহ নানা খাতে সহযোগিতার অঙ্গীকার

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৫, ১২:০৭ দুপুর
আপডেট : ১২ এপ্রিল, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী  নিহত

সনত চক্র বর্ত্তী,ফরিদপুর : ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের কুঞ্জনগর বাজারের পাশে বটতলা এলায় কাদায় পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার(১০ এপ্রিল)  সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নিহত ব্যক্তির নাম রাহুল। তার বাড়ি পোটুয়াখালী জেলায়। তিনি ওরিয়ন গ্রুপের ওষুধ কোম্পানীতে চাকরি করেন। পেশাগত কাজে তিনি ফরিদপুর থেকে কুঞ্জনগর বাজারে এসেছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বৃষ্টি শুরু হলে তিনি দ্রুত কাজ শেষ করে মোটরসাইকেল চালিয়ে ফেরার সময় রামনগর ইউনিয়নের কুঞ্জনগর বাজারের পাশে বটতলা এলায় কাদায় পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই নিহত হন।

স্থানীয়রা আরো জানান, এলাকার বিভিন্ন স্থানে সারা বছর ভেকু মেশিন দিয়ে ফসলী জমির মাটি কাটা চলছে। সেই মাটি ট্রলি গাড়ির সাহায্যে সড়ক পথে বিভিন্ন ইটভাটায় নেওয়া হয়। সড়কে ট্রলি চলাচল করার সময়, সড়কে মাটি পড়ে সড়ক ঝুঁকিপুর্ণ হয়ে গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বৃষ্টি নামার পর সড়ক কাদায় পিচ্ছিল হয়ে যাওয়ায়, সড়কে দুর্ঘটনা ঘটছে।

সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে রামনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কুদ্দুস ফকির বলেন, সড়কে মাটি বোঝাই ট্রলি গাড়ি চলাচল করায়, সড়কে মাটি পড়ে সড়ক ঝুঁকিপুর্ণ হয়ে গেছে। সড়কের মাটি বৃষ্টির পানিতে ভিজে, সড়ক কাদায় পিচ্ছিল হয়ে গেছে। এর ফলে সড়কে দুর্ঘটনা ঘটছে এবং আরো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়