মোঃ রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় ইসমাইল হোসেন নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রহনপুর-আড্ডা আঞ্চলিক সড়কের বংপুরে এ দুর্ঘটনা ঘটে। ৭ বছর বয়সী ইসমাইল উপজেলার রহনপুর ইউনিয়নের বংপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
গোমস্তাপুর থানার ওসি রইস উদ্দিন বলেন, শিশুটি দৌড় রাস্তা পার হচ্ছিল। এ সময় রহনপুর-আড্ডাগামী ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায় সে। অভিযোগ না থাকায় পরিবারে মরদেহ হস্তান্তর করা হয়েছে।