মোঃ রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রী হত্যার দায়ে জনি ইকবাল (৩৬) নামে একব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত। বৃহস্পতিবার বিকেল ৩টায় আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান। দণ্ডপ্রাপ্ত জনি ইকবাল জেলার শিবগঞ্জ উপজেলার রসুলপুর-ঘোনটোলা গ্রামের এসাহাক মন্ডলের ছেলে। হত্যার শিকার ওই গৃহবধূ হলেন একই উপজেলার কমলাকান্তপুর- গড়েপাড়ার এসরাইল হোসেনের মেয়ে রোকসানা বেগম (২৭)।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল ওদুদ মামলার বরাত দিয়ে বলেন, ২০১৭ সালের ২ মে রোকসানা বেগমের সঙ্গে জনি ইকবালের বিয়ে হয়। তারপর থেকেই ঘরজামাই থাকতেন তিনি। বিয়ের পর তাদের মাঝে পারিবারিক কলহের জেরে রোকসানাকে মারধর করতেন জনি। ২০১৭ সালের ১৬ সেপ্টেম্বর দিবাগত রাতে শ্বাসরোধ করে রোকসানা বেগমকে হত্যা করে জনি। ঘটনার পরের দিন নিহতের বাবা এসরাইল হোসেন বাদী হয়ে জনির বিরুদ্ধে শিবগঞ্জ থানায় হত্যা মামলা করেন। এ ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সেলিম রেজা ২০১৮ সালের ৩১ অক্টোবর জনিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত এই দণ্ডাদেশ প্রদান করেন।