শিরোনাম
◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের ◈ ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ ◈ অফিস সময়ে সভা করতে সম্মানী নয়: জ্বালানি উপদেষ্টা ◈ হজ ফ্লাইট ২৯ এপ্রিল, বিড়ম্বনা ও দুর্ভোগ ছাড়াই হজে যাবেন যাত্রীরা ◈ নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ছাপিয়ে বিলি করা হবে: ড. ইউনূস ◈ ৪ বিয়ে করে বিপাকে বৃদ্ধ, থানায় দেখা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ◈ প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম ◈ ইসরাইলিদের আল-আকসা মসজিদ ধ্বংস করার গুঞ্জন, ফিলিস্তিনের সতর্কবার্তা ◈ শেখ মুজিবের ছবি অপসারণের ঘটনায় শিক্ষার্থী বহিষ্কার, ছাত্রদলের প্রতিবাদ ◈ বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন 

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৫, ০৮:৪৭ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীতে পেকুয়ার ৩ সিএনজি চোর জনতার হাতে আটক

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে পেকুয়ার এলাকার ৩ সিএনজি অটোরিকসা চোরকে পুলিশের হাতে তুলে দিয়েছে জনতা। বিষয়টি নিশ্চিত করেন বাঁশখালী থানার রামদাশ মুন্সিহাঁট পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বরত পুলিশ পরিদর্শক তপন কুমার বাগচী।

স্থানীয় জনগন পুলিশ সুত্রে জানা যায়, বুধবার (৯ এপ্রিল) গভীর রাতে উপজেলার কালীপুর ইউনিয়নের পূর্ব পালেগ্রাম এলাকায় চোরাই সিএনজি নিয়ে পালিয়ে যাওয়ার সময় ৩জন চোরকে ধরে ফেলে স্থানীয় লোকজন। পরে তাদের পুলিশের হাতে তুলেদেন জনতা। আটককৃতরা হলেন,কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের ড্রাইভার মো.শাহাদত হোসেন (২৫), শাহদত হোসেন প্রকাশ ছৈয়দ (১৯) ও মো. একরাম প্রকাশ নাহিদ হোসেন (২১)। বুধবার গভীর রাতে কালপিুর ইউনিয়নের পূর্ব পালেগ্রাম হালিমের বাপের বাড়ির উঠানে রাখা সিএনজি চুরি করে নিয়ে যাওয়ার সময় তিন চোরকে হাতে নাতে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন। 

এ সময় চোরদের থেকে একটি ছুরিও উদ্ধার করা হয়। বাঁশখালী থানার সেকেন্ড অফিসার এসাআই কামরুল হাসান কায়কোবাদ বলেন, সিএনজি চুরির সাথে জড়িত পেকুয়া এলাকার ৩জন চোরকে আটক করা হলে তারা চুরির বিষয়টি স্বীকার করেন। বৃহস্পতিবার দুপুরে তাদের কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য বাঁশখালীর বিভিন্ন এলাকায় প্রতিনিয়ন সিএনজি অটোরিকসা, মোটরসাইকেল, ও ব্যাটারি চালিত রিকসা চুরির ঘটনা সংগঠিত হলেও তাদের কোন হদিস পাওয়া যায় না। চুরিকৃত অধিকাংশ সিএনজি অটোরিকসা, মোটরসাইকেল, ও ব্যাটারি চালিত রিকসা বাঁশখালীর দক্ষিণ সীমান্ত এলাকা কক্সবাজার জেলার পেকুয়া উপজেলাসহ টেকনাফ চকরিয়া এলাকায় নিয়ে গিয়ে বিক্রির অভিযোগ দীর্ঘ দিনের হলে চোরদের আটক করতে না পারায় চুরিকৃত মালামাল গুলো উদ্ধার করা সম্ভব হয় না বলে ভুক্তভোগীদের অভিযোগ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়