হাবিবুর রহমান সোহেল,কক্সবাজার : প্রবেশপত্র না পাওয়ায় কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং আদর্শ বিদ্যাপীঠের ১৩ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকরা বিক্ষোভ করে ওই শিক্ষা প্রতিষ্টানের গেইট ও ভবনে হামলা চালায়।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১০টার দিকে উখিয়ার হলদিয়া পালং আদর্শ বিদ্যাপীঠের নীল বনিয়াতে এ ঘটনা ঘটে। এর আগে সকালে এসএসসির পরীক্ষা অংশ নিতে শিক্ষার্থীরা সব প্রস্তুতি নিয়ে ঘর থেকে বের হয়। পরে তাদের নিজ শিক্ষাপ্রতিষ্ঠান উখিয়া হলদিয়া পালং আদর্শ বিদ্যাপীঠে প্রবেশপত্রের জন্য গেলে প্রধান শিক্ষক মো. ইউনুস প্রবেশপত্র দিতে পারেননি। তখন কান্নায় ভেঙে পড়ে শিক্ষার্থীরা।
পরে বিষয়টি তাদের অভিভাবকদের জানালে স্থানীয়রা এসে সেখানে বিক্ষোভ করেন। বিদ্যালয়ে হামলা হলে, পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল হাসান চৌধুরী জানান, হলদিয়া পালং আদর্শ বিদ্যাপীঠের ১৩ শিক্ষার্থী এসএসসির প্রথম পরীক্ষায় অংশ নিতে পারেনি। বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) ও জেলা প্রশাসকসহ চট্টগ্রাম বোর্ডকে জানানো হয়। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।