আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) হঠাৎ করেই সিলেট মহানগরের বিমানবন্দর থানা পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। উপদেষ্টাকে বরণ করতে থানা এলাকায় বিছানো হয় লাল গালিচা। তবে সেটি দেখে রেগে যান স্বরাষ্ট্র উপদেষ্টা।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘লাল কার্পেট রাখতে না করেছি আমি। না করার পরেও কেন রাখো এগুলা, পুলিশ কমিশনার কোথায়, থানা ভিজিটে এসব দরকার আছেনি? এখনই উঠাও। কামডা না করে আকামডা করো।’
এ কথার পর দ্রুতই থানা এলাকায় বিছানো লাল গালিচা তুলে ফেলেন পুলিশ সদস্যরা।
এর আগে, বৃহস্পতিবার দুপুরে বিমানে সিলেটে এসে পৌছান তিনি। এয়ারপোর্ট থেকে সরাসরি চলে যান বিমানবন্দর থানা পরিদর্শনে। থানা পরিদর্শন শেষে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।