কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম)প্রতিনিধি : জলদী রেঞ্জের আওতায় পাইরাং বিটের দমদমারমুখ এলাকায় মনুমার ঝিরি নামক স্থানে একটি মৃত হাতি পাওয়া গেছে । বিগত কয়দিন আগে মারা যাওয়া হাতিটির দাঁত সহ শরীলের বিভিন্ন অংশ নিয়ে গেলেও বুধবার বিকালে স্থানীয় জনগন এ বিষয়ে অবগত হয়।
পরে সেখানে বনবিভাগের উর্ধতন কর্মকর্তা স্থানীয় সংবাদকর্মী সহ সাধারন জনগন ঘটনাস্থলে উপস্থিত হলেও বুধবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত হাতিটি ঘটনাস্থলে ছিল। স্থানীয় জনগন জানান বিগত দিনে ও একটি চক্র এ পাহাড়ী এলাকায় হাতি মেরে দাঁতসহ নানা অঙ্গ নিয়ে মাটিতে পুঁতে রেখেছিল। পরে গন্ধ বের হলে স্থানীয় জনহন বিষয়টি জানতে পারে।
এ ছাড়া বিগত কিছু দিনে চুনতি অভয়ারণ্যের বাঁশখালীর পাহাড়ি এলাকায় পাহাড় থেকে পড়ে, কাঁদায় আটকে সহ নানা কারণে কয়েকটি হাতির মৃত্যুর ঘটনা ঘটে। জানা জলদী রেঞ্জের কর্মকর্তা হিসাবে শাহ আলম এবং একমাত্র বনবিট পাইরাং বনবিটের মোঃ আলমগীর নামে একজন ফরেষ্টগার্ড বিটের দায়িত্ব পালন করেন। এ বিটের বিশাল এলাকা জুড়ে বিপুল জনবসতি গড়ে উঠাতে পাহাড়ি এলাকায় বিদ্যুতের তার দিয়ে হাতি চলাচলের স্থানে প্রতিবন্ধকতা তৈরির অভিযোগ থাকলেও তা রোধে কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি।
এ ঘটনার ব্যাপারে জলদী রেঞ্জ কর্মকর্তা শাহ আলম এর কোন বক্তব্য পাওয়া যায়নি । তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত হাতি মারার বিষয়ে বনবিভাগের পক্ষ থেকে থানায় সাধারন ডায়েরি করা হচ্ছে বলে সুত্রে জানা যায় । অভিযোগ উঠেছে বাঁশখালীর গভীর পাহাড়ি এলাকায় নানা ভাবে হাতি মেরে হাতির দাঁত সহ নানা মুল্যবান অঙ্গ পাচারে একটি চক্র কাজ করে যাচ্ছে দীর্ঘদিন থেকে।