শিরোনাম
◈ আমরা একমতের জায়গাগুলো চিহ্নিত করতে পেরেছি, সেগুলো নিয়ে অগ্রসর হব: এনসিপির সঙ্গে বৈঠকে আলী রীয়াজ ◈ ‘আ.লীগের মিছিলের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা পেলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা’ (ভিডিও) ◈ ‘রাইজ ইন রেড’ কর্মসূচি নিয়ে আবারও রাস্তায় পলিটেকনিক শিক্ষার্থীরা ◈ ‘করোনাভাইরাস চীনের ল্যাবে তৈরি’ বলছে হোয়াইট হাউসের নতুন ওয়েবসাইট  ◈ বাংলাদেশ থেকে চলতি বছর হজে যাবেন ৮৭ হাজার জন, নেওয়া হচ্ছে যেসব ব্যবস্থা ◈ একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণ-অভ্যুত্থান হয়নি: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ দেশের ৯ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝোড়ো বৃষ্টি হতে পারে ◈ ঢাকা বায়ুদূষণের শীর্ষে, যেসব পরামর্শ বিশেষজ্ঞদের ◈ ইন্টারপোলে হাসিনা-কাদেরসহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির আবেদন ◈ রাখাইনের গেরিলা কমান্ডার থেকে আঞ্চলিক শক্তি: তোয়ান মারত নাইংয়ের উত্থানের গল্প

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৫, ০৮:০৭ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১২ বছরের শিশুকে মুখে স্কচটেপ পেঁচিয়ে ধর্ষণ, অতঃপর...

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়রা মো. আহসানুল কবির নামে এক ব্যক্তিকে মারধর করে পুলিশে সোপর্দ করেছে। মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে চৌমুহনী পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে।

বর্তমানে শিশু ও অভিযুক্ত দুজনই ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আটক মো. আহসানুল কবির (৩৭) রংপুর জেলার সদর উপজেলার ঘাঘটপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, অভিযুক্ত কবির ওষুধ কোম্পানিতে চাকরি করেন। ওই শিশুর পরিবার ও অভিযুক্ত ব্যক্তি একই ভবনে পাশাপাশি ভাড়া থাকেন। ভিকটিমের বাবা-মা দুজন চাকরি করেন। ঘটনার সময় ভিকটিমের বাবা-মা বাসায় ছিলেন না। ভিকটিম ঘর ঝাড়ু দেয়ার সময় কবির তাকে জোরপূর্বক তার রুমে তুলে নিয়ে যায়। পরে তার মুখে স্কচটেপ পেঁচিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি বের হয়ে নিচ তলায় তার খালার বাসায় গিয়ে অচেতন হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন অভিযুক্ত কবিরকে রাতে বাসায় আটক রেখে মারধরে এবং পুলিশে সোপর্দ করে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, অভিযুক্ত যুবককে স্থানীয়রা আটক করে মারধর করে পুলিশে সোপর্দ করে। শিশুটির শারীরিক পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। একই সঙ্গে অভিযুক্তকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়