শিরোনাম
◈ আমরা একমতের জায়গাগুলো চিহ্নিত করতে পেরেছি, সেগুলো নিয়ে অগ্রসর হব: এনসিপির সঙ্গে বৈঠকে আলী রীয়াজ ◈ ‘আ.লীগের মিছিলের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা পেলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা’ (ভিডিও) ◈ ‘রাইজ ইন রেড’ কর্মসূচি নিয়ে আবারও রাস্তায় পলিটেকনিক শিক্ষার্থীরা ◈ ‘করোনাভাইরাস চীনের ল্যাবে তৈরি’ বলছে হোয়াইট হাউসের নতুন ওয়েবসাইট  ◈ বাংলাদেশ থেকে চলতি বছর হজে যাবেন ৮৭ হাজার জন, নেওয়া হচ্ছে যেসব ব্যবস্থা ◈ একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণ-অভ্যুত্থান হয়নি: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ দেশের ৯ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝোড়ো বৃষ্টি হতে পারে ◈ ঢাকা বায়ুদূষণের শীর্ষে, যেসব পরামর্শ বিশেষজ্ঞদের ◈ ইন্টারপোলে হাসিনা-কাদেরসহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির আবেদন ◈ রাখাইনের গেরিলা কমান্ডার থেকে আঞ্চলিক শক্তি: তোয়ান মারত নাইংয়ের উত্থানের গল্প

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৫, ০৮:০৬ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত, হ্যালো বেকারিকে ২ লাখ টাকা জরিমানা

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুতসহ নানা অব্যবস্থাপনার দায়ে ব্রাহ্মণবাড়িয়ার হ্যালো বেকারি-কে দুই লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। (৯ এপ্রিল) বুধবার দুপুরে জেলা শহরের দাতিয়ারা এলাকায় হ্যালো বেকারির কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও র‍্যাবের সমন্বয়ে চালানো এ অভিযানের নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

অভিযান সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরেন নামকড়া হ্যালো বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত করা হচ্ছিল। কারখানার কর্মীদের সুনির্দিষ্ট কোনো পোষাক, মাথায় টুপি এবং হাতে গ্লোভস পরা ছিলনা। বেশিরভাগ কর্মী খালি গায়ে কাজ করছিল। এর ফলে তাদের শরীরের ঘাম বেয়ে খাবারের ওপর পড়ছিল। এছাড়া যত্রতত্র ময়লা ফেলে রাখা হয়েছিল। পাশাপাশি কারখানার রেফ্রিজারেটরে বাসি মিষ্টি রাখা ছিল। এ সব কারণে কারখানা কর্তৃপক্ষকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, মিষ্টি প্রস্তুতের জায়গাটি অত্যন্ত অপরিচ্ছন্ন। এছাড়া পচা ডিম সংরক্ষণ করা ছিল কারখানায়। প্রতিষ্ঠানটিকে জরিমানার পাশাপাশি সতর্ক করে ১০ দিনের সময় বেধে দেয়া হয়েছে সংশোধনের জন্য। সংশোধন না হলে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে। এছাড়া ভোক্তাদের স্বার্থে অন্যান্য বেকারির কারখানাগুলোতেও অভিযান চালানো হবে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়