শিরোনাম
◈ আমরা একমতের জায়গাগুলো চিহ্নিত করতে পেরেছি, সেগুলো নিয়ে অগ্রসর হব: এনসিপির সঙ্গে বৈঠকে আলী রীয়াজ ◈ ‘আ.লীগের মিছিলের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা পেলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা’ (ভিডিও) ◈ ‘রাইজ ইন রেড’ কর্মসূচি নিয়ে আবারও রাস্তায় পলিটেকনিক শিক্ষার্থীরা ◈ ‘করোনাভাইরাস চীনের ল্যাবে তৈরি’ বলছে হোয়াইট হাউসের নতুন ওয়েবসাইট  ◈ বাংলাদেশ থেকে চলতি বছর হজে যাবেন ৮৭ হাজার জন, নেওয়া হচ্ছে যেসব ব্যবস্থা ◈ একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণ-অভ্যুত্থান হয়নি: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ দেশের ৯ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝোড়ো বৃষ্টি হতে পারে ◈ ঢাকা বায়ুদূষণের শীর্ষে, যেসব পরামর্শ বিশেষজ্ঞদের ◈ ইন্টারপোলে হাসিনা-কাদেরসহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির আবেদন ◈ রাখাইনের গেরিলা কমান্ডার থেকে আঞ্চলিক শক্তি: তোয়ান মারত নাইংয়ের উত্থানের গল্প

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৫, ০৫:৫৩ বিকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে পাঁচ সন্তানের জনকের বিরুদ্ধে মামলা

সনত চক্রবর্ত্তী,ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৩) ধর্ষণের ঘটনায় মুকুল শেখ (৪৮) নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এ ধর্ষণের ঘটনায় এক পর্যায়ে ওই শিক্ষার্থী অন্ত:সত্ত্বা হয়ে পড়ে বলে জানা যায়। 

গতকাল বুধবার (৯ এপ্রিল) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে ওই শিক্ষার্থীর বাবা বাদি হয়ে থানায় মামলাটি দায়ের করেন। এ ঘটনায় মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জেলার বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদী গ্রামের ১৩ বছর বয়সী ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল প্রতিবেশী কিতাবদী শেখের ছেলে মুকুল শেখ (৪৮)। মুকুল শেখ পাঁচ সন্তানের জনক। বিষয়টি জানতে পেরে শিশুটির বাবা মুকুলকে মেয়েকে উত্যাক্ত করতে নিষেধ করলে মুকুল শিশুটির বাবাকে হুমকি-ধমকি দেয়। এর জের ধরে চলতি বছরের গত ১২ জানুয়ারি বিকেলে শিশুটি বসতবাড়ির পাশের সরিষার ক্ষেতে শাক তুলতে গেলে মুকুল শেখ জোরপূর্বক শিশুটিকে ধর্ষণ করে। এক পর্যায়ে শিশুটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে গত ২৮ মার্চ তাকে মোল্লা ডা. এ হালিম হাসপাতালের চিকিৎসক শোভন সাহাকে দেখানো হয়। সেখানে করা ডাক্তারি পরীক্ষায় নিশ্চিত হওয়া যায় শিক্ষার্থী দুই মাসের অন্ত:সত্ত্বা হয়ে পড়েছে। পরিবারের জিজ্ঞাসাবাদে শিক্ষার্থী জানায় মুকুল শেখ জোরপূর্বক তাকে ধর্ষণ করেছে। বিষয়টি জানাজানি হলে ওই শিক্ষার্থীর পরিবারের সদস্যরা মুকুল শেখকে এ বিষয়ে জিজ্ঞেস করলে সে (মুকুল) ধর্ষণের কথা অস্বীকার করে এবং মামলা-মোকদ্দমা করলে শিশুটির বাবাকে খুন-জখমের হুমকি দেয়। গত ৮ এপ্রিল অন্ত:সত্ত্বা শিশুটিকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেওয়া দেন। এ ঘটনায় কোন উপায়ন্তর না পেয়ে শিক্ষার্থীর বাবা বাদি হয়ে মঙ্গলবার দিবাগত রাতে বোয়ালমারী থানায় মামলা করেছেন। মামলা নম্বর-১৪। 

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন বলেন, মেয়ের বাবার নিকট থেকে ঘটনাটি জানতে পেরেছি। গ্রামের মুরব্বিরা এলাকায় বসে মিমাংসা করার পক্ষে মতামত দিয়েছেন। তবে ভুক্তভোগীরা যেহেতু মামলা করেছেন আইন অনুযায়ী যা হয় সেটাই হবে। 

মামলার বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, অভিযোগ পাওয়ার সাথে সাথেই মামলা রেকর্ড করা হয়েছে। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামীকে গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়