শিরোনাম
◈ আমরা একমতের জায়গাগুলো চিহ্নিত করতে পেরেছি, সেগুলো নিয়ে অগ্রসর হব: এনসিপির সঙ্গে বৈঠকে আলী রীয়াজ ◈ ‘আ.লীগের মিছিলের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা পেলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা’ (ভিডিও) ◈ ‘রাইজ ইন রেড’ কর্মসূচি নিয়ে আবারও রাস্তায় পলিটেকনিক শিক্ষার্থীরা ◈ ‘করোনাভাইরাস চীনের ল্যাবে তৈরি’ বলছে হোয়াইট হাউসের নতুন ওয়েবসাইট  ◈ বাংলাদেশ থেকে চলতি বছর হজে যাবেন ৮৭ হাজার জন, নেওয়া হচ্ছে যেসব ব্যবস্থা ◈ একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণ-অভ্যুত্থান হয়নি: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ দেশের ৯ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝোড়ো বৃষ্টি হতে পারে ◈ ঢাকা বায়ুদূষণের শীর্ষে, যেসব পরামর্শ বিশেষজ্ঞদের ◈ ইন্টারপোলে হাসিনা-কাদেরসহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির আবেদন ◈ রাখাইনের গেরিলা কমান্ডার থেকে আঞ্চলিক শক্তি: তোয়ান মারত নাইংয়ের উত্থানের গল্প

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৫, ০৩:৪৪ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান শরীফ গ্রেপ্তার

ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া ( কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লা ডিবি পুলিশ ৮ এপ্রিল (মঙ্গলবার) বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান শরীফকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, নাজমুল হাসান শরীফকে ব্রাহ্মণপাড়া সদরের একটি বেকারি থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ থানার মামলা নাম্বার ৭, তারিখ ১৯ আগস্ট ২০২৪ এর একটি অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

কুমিল্লা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নাজমুল হাসান শরীফ ব্রাহ্মণপাড়া উপজেলার সদরের বাসিন্দা আব্দুস সালামের ছেলে। সাবেক ভাইস চেয়ারম্যান হিসেবে তিনি ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদে দায়িত্ব পালন করেছেন। গ্রেপ্তারের পর তাকে আগামীকাল আদালতে পেশ করা হবে এবং আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।

তিনি জানান, নাজমুল হাসান শরীফের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে, তবে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ডিবি পুলিশ এই বিষয়ে আরো তদন্ত শুরু করেছে এবং গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়