শিরোনাম
◈ ঢাকায় ‘র’ এর স্টেশন চীফ কে, জানালেন সাংবাদিক জুলকারনাইন ◈ আয়তন বাড়ছে বাংলাদেশের: গত ৩৬ বছরে শুধু সন্দ্বীপের আশপাশে ভূমি বেড়েছে ৪৭৫ বর্গকিলোমিটার ◈ আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ◈ আশুগঞ্জের ‍তরুণ রাশিয়ার হয়ে যুদ্ধে, খবর এলো মৃত্যুর ◈ ৬ মাসের শিশু রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ◈ অনার্স পড়ুয়া ভাগ্নের প্রেমে পালালেন মামি, সন্তান ও স্বর্ণালঙ্কারসহ উধাও ◈ যুক্তরাষ্ট্রে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল, এআই নিরীক্ষায় ভারতীয় ও বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ◈ শনিবার থেকে গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল ◈ আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কক্সবাজার-মহেশখালী নৌ রুটে সী ট্রাক চালু: পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২৫, ০৫:২৩ বিকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে সিএনজি-লরী মুখোমুখি,দুইজন নিহত

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: সিলেট-কুমিল্লা মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার রামরাইল নামক স্হানে সিএনজি চালিত অটোরিকশা ও ট্যাংক লরীর মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরো ৪ জন সিএনজি যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে এই ঘটনাটি ঘটে।দূর্ঘটনায় নিহতরা হলেন,জেলার নবীনগর উপজেলার নজরদৌলত এলাকার আমজাদ হোসেনের ছেলে তানভীর মিয়া (২৩) ও আশুগঞ্জ উপজেলার লালপুরের হোসেনপুর এলাকার ঈদন মিয়ার ছেলে রফিকুল ইসলাম (২৫)। এই ঘটনায় আহতরা হলেন সিএনজি চালক মিজানুর রহমান, সাইফুল ইসলাম, রিয়াজুল ইসলাম ও খোকন মিয়া। হতাহতের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেয়া হয়েছে।

পুলিশ ও স্হানীয়রা জানায়, জেলা শহর থেকে একটা সিএনজি চালিত অটোরিকশা করে ৫ জন যাত্রীসহ ৬ জন চিনাইর এলাকার টিটিসি ট্রেনিং সেন্টারে যাচ্ছিল। এ সময় অপরদিক থেকে আসা একটি ট্যাংক লরীর সাথে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ৬ জনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়ি সদর হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় তানভীর মিয়া ও রফিকুল ইসলাম মারা যায়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোজাফফর হোসেন বলেন, এই ঘটনায় সিএনজিটি আটক করা হলেও অজ্ঞাত লরীটিকে আটক করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে আছে। আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়