শিরোনাম
◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এএইচএফ কাপ হ‌কি‌তে থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনা‌লে বাংলাদেশ ◈ দোহায় বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদকে অ‌তি‌থি‌দের স‌ঙ্গে পরিচয় করিয়ে দিলেন ড. ইউনূস ◈ সমালোচনার মুখে ডিএনসিসি প্রশাসকের উপদেষ্টা পদ ছাড়লেন এস্তোনীয় নাগরিক ড. আমিনুল ইসলাম ◈ গুলিস্তানে অবৈধ হকার ও যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান  ◈ সম্প্রীতির বাংলাদেশ গড়তে সংখ্যাগুরু-সংখ্যালঘু বিভেদ ভুলে একতার আহ্বান তারেক রহমানের

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২৫, ০৩:১৬ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সীমান্তে মাইন বিস্ফোরণে পা হারালো বাংলাদেশি যুবক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ওপারে চোরাচালানের পণ্য আনতে গিয়ে মিয়ানমারের পুঁতে রাখা স্থল মাইন বিস্ফোরণে মো. তৈয়ব (৩৫) নামে এক যুবক পা বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৮ এপ্রিল ) সকাল সাড়ে ৭টায় উপজেলার জারুলিয়া ছড়ি বিওপির ৪৬-৪৭ নম্বর সীমান্ত পিলারের ওপারে মায়ানমারের অভ্যন্তরে এই ঘটনা ঘটে।

আহত মো. তৈয়ব উপজেলার কম্বোনিয়া এলাকায় ছাবের আহম্মদের ছেলে।

স্থানীয়রা জানান, তৈয়ব দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও মিয়ানমার থেকে গবাদি পশু চোরাচালানের বাহক হিসেবে কাজ করতেন। অন্য দিনের মতো মঙ্গলবার সকালেও চোরাচালানের পণ্য লেনদেন করতে মিয়ানমারের অভ্যন্তরে যান। সেখানে আগে থেকে পুঁতে রাখা স্থল মাইন বিস্ফোরণের কবলে পড়লে তার ডান পায়ের গোড়ালিসহ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে কক্সবাজার হাসপাতালে পাঠানো হয়েছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তে চোরাচালান বন্ধে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে। পাশাপাশি এসব অবৈধ কারবারে সম্পৃক্ত না হতে সামাজিক ভাবেও নিরুৎসাহিত করা হচ্ছে। তবুও অতিলোভী কিছু মানুষ এই কাজ করতে গিয়ে পঙ্গুত্ব বরণ করছেন।উৎস: জাগোনিউজ২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়