শিরোনাম
◈ ট্রাম্পের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা আসছেন ঢাকায়, যেসব বিষয় গুরুত্ব পাবে  ◈ ৬ হত্যা মামলায় সাবের হোসেন চৌধুরী জামিন পায় আর আমি ৩২৩ ধারার মামলায় জামিন পাই না: ব্যারিস্টার সুমন (ভিডিও) ◈ সাগরে লঘুচাপ, যা জানালো আবহাওয়া অধিদপ্তর ◈ গাজা ইস্যুতে এবার রাজপথে নামছেন আজহারি, দেখুন ভিডিওতে ◈ যুক্তরাষ্ট্রের আরও ১০০ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে বাংলাদেশ ◈ ‘বাটা কোনো ইসরায়েলি মালিকানাধীন কোম্পানি নয়, চেক প্রজাতন্ত্রে প্রতিষ্ঠিত’ ◈ সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ গ্রেফতার ◈ ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ আইজিপির ◈ আমরা এমন কিছু পদক্ষেপ নেবো বাংলাদেশের রপ্তানি বাড়বে, কমবে না: প্রেস সচিব ◈ প্রায় ৩ লাখ কোটি টাকা আদায় অযোগ্য ঋণের পরিমাণ

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২৫, ০৯:৫১ রাত
আপডেট : ০৮ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণপাড়ায় অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে দুই ব্যক্তিকে একলাখ টাকা জরিমানা

ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া : কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অবৈধ খননযন্ত্র (ড্রেজার মেশিন) দিয়ে কৃষি জমি নষ্ট করে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে দুই ব্যক্তিকে একলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৭ এপ্রিল) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া, চারিপাড়া এবং মাধবপুর ইউনিয়নের বাড়ানী ও মকিমপুর এলাকায় দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযানে সাতটি অবৈধ ড্রেজার মেশিন ও দুই হাজার ফুট পাইপ বিনষ্ট করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। এসময় ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ (খ) ধারা লঙ্ঘন করার দুটি মামলায় অবৈধ মাটি উত্তোলনকারী দুই ড্রেজার মেশিন মালিককে পঞ্চাশ হাজার করে মোট একলাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারহানা পৃথা বলেন, ‘‘এই ধরনের অবৈধ কার্যক্রম বন্ধ করার জন্য আমাদের অভিযান চলমান থাকবে। কৃষি জমি রক্ষা ও পরিবেশের ক্ষতি ঠেকাতে অবৈধ খননযন্ত্র (ড্রেজার মেশিন) এর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়