শিরোনাম
◈ ‘বাটা কোনো ইসরায়েলি মালিকানাধীন কোম্পানি নয়, চেক প্রজাতন্ত্রে প্রতিষ্ঠিত’ ◈ সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ গ্রেফতার ◈ ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ আইজিপির ◈ আমরা এমন কিছু পদক্ষেপ নেবো বাংলাদেশের রপ্তানি বাড়বে, কমবে না: প্রেস সচিব ◈ প্রায় ৩ লাখ কোটি টাকা আদায় অযোগ্য ঋণের পরিমাণ ◈ বিদেশ ভ্রমণে সরকারি কর্মকর্তাদের জরুরি নির্দেশনা ◈ পহেলা বৈশাখে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির ◈ ইসরায়েলি গণহত্যার তীব্র নিন্দা জানালো বাংলাদেশ ◈ ঐকমত্য কমিশনের সাথে কাল আলোচনায় বসবে এবি পার্টি ◈ ডিএমপি কমিশনারের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের সাক্ষাৎ  

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২৫, ০৪:৩১ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালমনিরহাটে পুলিশবাহী ট্রাকে ট্রাকের ধাক্কা, ১৫ পুলিশ সদস্য আহত, গ্রেফতার-১

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট : লালমনিরহাটে পুলিশ বাহী ট্রাকে ড্রাম ট্রাকের ধাক্কায় ১৫ জন পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৫ এপ্রিল) সকাল ৭ টার দিকে জেলার হাড়িভাঙ্গা মাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় ড্রাম ট্রাক চালক সোহানকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ৭ টার দিকে লালমনিরহাট পুলিশ লাইন থেকে ১৫ জন পুলিশ সদস্যকে নিয়ে একটি ট্রাক সিন্দুরমতি মেলার উদ্দেশ্যে রওনা করে। পুলিশবাহী ট্রাকটি শহরের হাড়িভাঙ্গা মাজার এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি ড্রাম ট্রাক পুলিশ বাহী ট্রাকে সজোড়ে ধাক্কা দেয়। এতে পুলিশবাহী ট্রাকে থাকা ১৫ পুলিশ সদস্য হয়। আহতদের মধ্যে ৬ জনকে লালমনিরহাট সদর হাসপাতাল ও গুরুতর আহত ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বাকি তিন পুলিশ সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া পুলিশ সদস্যরা হলেন এসআই রফিকুল ইসলাম, এএসআই মহেস, কনস্টেবল সাইফুল, মানিক, মোজাম্মেল ও সবুজ। লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি হওয়া পুলিশ সদস্যরা হলেন কনস্টেবল নয়ন, জাফর(গাড়ি চালক), শাহাদাৎ, লুৎফর, ইলিয়াস ও মোস্তফা। আর প্রাথমিক চিকিসা নিয়েছে এসআই আবু বক্কর, নায়েক রাহিনুল, নায়েক শাখাওয়াত।

সড়ক দূর্ঘটনায় ১৫ পুলিশ পুলিশ সদস্য আহত ও একজনকে গ্রেফতারের বিষয়টি লালমনিরহাট সদর থানার ওসি নুরনবী নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়