শিরোনাম
◈ ‘বাটা কোনো ইসরায়েলি মালিকানাধীন কোম্পানি নয়, চেক প্রজাতন্ত্রে প্রতিষ্ঠিত’ ◈ সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ গ্রেফতার ◈ ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ আইজিপির ◈ আমরা এমন কিছু পদক্ষেপ নেবো বাংলাদেশের রপ্তানি বাড়বে, কমবে না: প্রেস সচিব ◈ প্রায় ৩ লাখ কোটি টাকা আদায় অযোগ্য ঋণের পরিমাণ ◈ বিদেশ ভ্রমণে সরকারি কর্মকর্তাদের জরুরি নির্দেশনা ◈ পহেলা বৈশাখে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির ◈ ইসরায়েলি গণহত্যার তীব্র নিন্দা জানালো বাংলাদেশ ◈ ঐকমত্য কমিশনের সাথে কাল আলোচনায় বসবে এবি পার্টি ◈ ডিএমপি কমিশনারের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের সাক্ষাৎ  

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২৫, ০৪:২৭ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাউদকান্দিতে মাছের প্রজেক্ট নিয়ে গোলাগুলিতে চারজন গুলিবিদ্ধ

হোসাইন মোহাম্মদ দিদার (দাউদকান্দি) কুমিল্লা : উপজেলার উত্তর হরিপুরে মাছের প্রজেক্ট নিয়ে গোলাগুলিতে চারজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। আহতরা হলেন— ইয়াসিন(২৬),ইব্রাহিম (৩৫),মোরশেদ (৫০),আহত ইসমাইল হুজুর(৪০)।

সোমবার(৭ এপ্রিল) দুপুরের উপজেলার উত্তর হরিপুর এলাকায় এ সংর্ঘষের ঘটনা ঘটছে। আহতদের অবস্থা সংকটাপন্ন হওয়ায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সেে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে  পাঠানো হয়েছে। 

মাছের প্রজেক্ট নিয়ে সংঘর্ষ ও গুলাগুলির বিষয়টি নিশ্চিত করেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) জুনায়েত চৌধুরী। 

স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, মাছের প্রজেক্ট নিয়ে পূর্ব শত্রুতার জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটছে। তবে কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা প্রাথমিকভাবে জানা যায়নি। তবে জনশ্রুতি আছে, ওলানপারা ও হরিপুর গ্রামের বাসিন্দারা মিলে এই মৎস প্রকল্পটি পরিচালনা করে। এখানে জমি মালিকানায় যারা রয়েছে তাদেরকে বাৎসরিক একটা পোষানি দিয়ে থাকে মৎস প্রকল্পের পরিচালকগণ। এ নিয়ে দীর্ঘদিন যাবৎ উভয় পক্ষের মধ্যে দেনদরবার ও বিরোধ চলমান ছিল। এ কারণে এ সংর্ঘের ঘটনা ঘটছে ধারণা করা হচ্ছে। 

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মডেল থানা পুলিশ, গৌরীপুর তদন্ত কেন্দ্রের পুলিশসহ।অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর টিম। 

মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী জানান,  আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। শুনেছি চারজন গুলিবিদ্ধকে আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে প্রেরণ করা হয়েছে। আমরা ঘটনার তদন্ত করছি। তবে আপাতত পরিস্থিতি শান্ত আছে। এই ঘটনা কারা ঘটিয়েছে তা খতিয়ে দেখছি। পরে বিস্তারিত জানাতে পারব।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়