শিরোনাম
◈ উচ্চ বেতনের প্রলোভনে নারীদের পাচার: ঢাকায় সক্রিয় নারী পাচারকারী চক্রের ভয়ংকর সিন্ডিকেট ◈ চীনের পণ্যে ২৪৫% শুল্ক, ৩০ দূতাবাস বন্ধের ভাবনা—ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘিরে উত্তেজনা ◈ আওয়ামী লীগে সাকিবের যোগদান ‘নৈতিক বিপর্যয়’ ও ‘ব্যক্তিগত লোভের প্রতিফলন’ : প্রেস সচিব শফিকুল আলম ◈ অন্তর্বর্তী সরকারের লম্বা সময় ক্ষমতায় থাকা কি সম্ভব? ◈ ইতিহাস মোছা যাবে না, মুজিবনগর সরকারের নাম থাকবে আগের মতোই: মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ◈ ‘কাফির’-এ ধর্ষণের দৃশ্যের পর বমি করেছিলেন দিয়া মির্জা, জানালেন মানসিক ধাক্কার কথা ◈ ড. ইউনূস নিয়ে যা লিখেছেন হিলারি ক্লিনটন ◈ ফ্রিজ করা অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলনের সুযোগ দেওয়ায় প্রিমিয়ার ব্যাংকে কোটি টাকার জরিমানা ◈ বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব বৈঠক, কীভাবে সম্পর্ক এগিয়ে নিতে চায় দুই দেশ? ◈ ছয় দফা দাবিতে বৈঠকে বসছে পলিটেকনিক শিক্ষার্থীরা, রেলপথ অবরোধ কর্মসূচি স্থগিত

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৫, ০৮:৩২ রাত
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে মাদকসেবনের অপরাধে ৫জনের জেল-জরিমানা

আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে মাদক সেবনের অপরাধে পাঁচ মাদকসেবীকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল রোববার (৬ এপ্রিল) বিকেলে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ তাদেরকে বিভিন্ন মেয়াদে এই দন্ডাদেশ প্রদাণ করেন। দন্ডপ্রাপ্তরা হলো, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির কাল্লাগাড়ী গ্রামের আব্দুল জলিলের ছেলে শাহানূর রহমান (৪৩), একই গ্রামের ফেরদৌস আলীর ছেলে শাহীন প্রামানিক (৪০) মোখলেছার রহমানের ছেলে সাজ্জাদ হোসেন (৩৬), কুন্দগ্রাম ইউপির বশিকোড়া আকন্দপাড়ার হাসান আলীর ছেলে রবি হাসান (৩৪) ও কাহালু উপজেলার বীরকেদার সরদার পাড়ার তহির উদ্দীনের ছেলে আয়েত আলী সরদার(৬১)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, গতকাল রোববার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম, পোঁওতাসহ বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকদ্রব্য গাঁজা ও চোলাই মদ সেবনের অপরাধে উল্লেখিত পাঁচ জন মাদকসেবীকে আটক করা হয়। আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ শাহানূর রহমান, রবি হাসান ও শাহীন প্রামানিককে ১ মাসের করে বিনাশ্রম কারাদন্ড ও সাজ্জাদ হোসেন এবং আয়েত আলীকে ২ মাস বিনাশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ৫০ টাকা করে জরিমানা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়