শিরোনাম
◈ ঢাকায় ‘র’ এর স্টেশন চীফ কে, জানালেন সাংবাদিক জুলকারনাইন ◈ আয়তন বাড়ছে বাংলাদেশের: গত ৩৬ বছরে শুধু সন্দ্বীপের আশপাশে ভূমি বেড়েছে ৪৭৫ বর্গকিলোমিটার ◈ আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ◈ আশুগঞ্জের ‍তরুণ রাশিয়ার হয়ে যুদ্ধে, খবর এলো মৃত্যুর ◈ ৬ মাসের শিশু রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ◈ অনার্স পড়ুয়া ভাগ্নের প্রেমে পালালেন মামি, সন্তান ও স্বর্ণালঙ্কারসহ উধাও ◈ যুক্তরাষ্ট্রে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল, এআই নিরীক্ষায় ভারতীয় ও বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ◈ শনিবার থেকে গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল ◈ আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কক্সবাজার-মহেশখালী নৌ রুটে সী ট্রাক চালু: পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৫, ০৮:৩২ রাত
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে মাদকসেবনের অপরাধে ৫জনের জেল-জরিমানা

আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে মাদক সেবনের অপরাধে পাঁচ মাদকসেবীকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল রোববার (৬ এপ্রিল) বিকেলে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ তাদেরকে বিভিন্ন মেয়াদে এই দন্ডাদেশ প্রদাণ করেন। দন্ডপ্রাপ্তরা হলো, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির কাল্লাগাড়ী গ্রামের আব্দুল জলিলের ছেলে শাহানূর রহমান (৪৩), একই গ্রামের ফেরদৌস আলীর ছেলে শাহীন প্রামানিক (৪০) মোখলেছার রহমানের ছেলে সাজ্জাদ হোসেন (৩৬), কুন্দগ্রাম ইউপির বশিকোড়া আকন্দপাড়ার হাসান আলীর ছেলে রবি হাসান (৩৪) ও কাহালু উপজেলার বীরকেদার সরদার পাড়ার তহির উদ্দীনের ছেলে আয়েত আলী সরদার(৬১)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, গতকাল রোববার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম, পোঁওতাসহ বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকদ্রব্য গাঁজা ও চোলাই মদ সেবনের অপরাধে উল্লেখিত পাঁচ জন মাদকসেবীকে আটক করা হয়। আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ শাহানূর রহমান, রবি হাসান ও শাহীন প্রামানিককে ১ মাসের করে বিনাশ্রম কারাদন্ড ও সাজ্জাদ হোসেন এবং আয়েত আলীকে ২ মাস বিনাশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ৫০ টাকা করে জরিমানা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়