ফরিদপুরে মহাসড়কে নবজাতকের লাশ উদ্ধার
সনত চক্র বর্ত্তী, ফরিদপুর : ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলা মহাসড়কের পাশে পড়ে থাকা ওষুধের কার্টন থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে রোববার সকালে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের মাশাউজান এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রোববার(৬ এপ্রিল) সকাল ৮টার দিকে মাশাউজান এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে একটি ওষুধের কার্টনের মধ্যে নবজাতকের লাশ দেখতে পায় পথচারীরা। ধীরে ধীরে সেখানে উৎসুক মানুষের ভিড় বাড়তে থাকে।
জরুরি পরিষেবা ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি নগরকান্দা থানায় নিয়ে যায়।নগরকান্দা থানার এসআই তারেক বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।