শিরোনাম
◈ ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি আমেরিকার ◈ বঙ্গোপসাগরে ট্রলারে ডাকাতি, ২৫ ঘণ্টা পর ৬৮ জেলে উদ্ধার ◈ লিওর মা‌ঠে জয় পে‌লো না  ম্যানইউ, ড্র নি‌য়ে মাঠ ছাড়‌লো ◈ সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া নুরুল আবছার আটক ◈ নিউইয়র্কে নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত, শিশুসহ নিহত ৬ ◈ গোল ছিনতাইয়ের অ‌ভি‌যো‌গে রাফিনহার দু:খ প্রকাশ ◈ চীন, কানাডা ও মেক্সিকোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধকে আমেরিকানরা কীভাবে দেখে ◈ গোপনে প্রস্তুতি নিচ্ছেন আ.লীগের নেতাকর্মীরা, তথ্য গোয়েন্দা সংস্থার ◈ স্যামসাংয়ের ২২ বিলিয়ন ডলারের বিনিয়োগ কেন ভিয়েতনাম চলে গিয়েছিল? (ভিডিও) ◈ বসুন্ধরায় স্ত্রীর মৃত্যুর ঘটনায় স্বামীকে জিজ্ঞাসাবাদ, অতঃপর  ৮৬ কেজি গাঁজা উদ্ধার!

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৫, ০৩:৩৫ দুপুর
আপডেট : ১০ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে মহাসড়ক ও থানা অবরোধ, ওসির অপসারণের দাবিতে বিক্ষোভ

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে কাশীপুর বেদে পল্লীর তালাব হোসেন হত্যাকারীদের বিচার ও কালীগঞ্জ থানার ওসির বদলির দাবিতে সড়ক অবরোধ করে কাশিপুর বেদে পল্লীর সদস্যরা।

রোববার ১১টার দিকে নিহতের স্ত্রী ও তিন শিশু সন্তানসহ প্রায় অর্ধশতাধিক বেদে নারী পুরুষ ও শিশু  কালীগঞ্জ থানায় গিয়ে আসামিদের আটকের দাবি জানান। এসময় ওসি মো. শহিদুল ইসলাম নিহত তালাব হোসেনর স্ত্রী সন্তানদের নিয়ে কটুক্তি করেন। ওসির কটুক্তিতে ক্ষুদ্ধ বেদে সদস্যরা যশোর-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করেন। প্রায় আধা ঘন্টা সড়কের উপর অবস্থান নিয়ে অবরোধ করে রাখে তারা। এসময় সড়কের উভয় পাশে যাত্রীবাহি বাস, ট্রাকের লম্বা লাইন পড়ে যায়। প্রচন্ড গরমে যাত্রীরা চরম দূর্ভোগে পড়ে। তবে অবরোধস্থলে থানা পুলিশ বা প্রশাসনের কোন সদস্যকে সেখানে দেখা যায়নি। 

এর আগে বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৩ টার দিকে তালাব হোসেন হত্যার শিকার হয়। তার পেটে লোহার রড ঢুকিয়ে হত্যা করে। এ ঘটনায় মোহাম্মদ আলী বাদি হয়ে রুবেল হোসেন নামে একজনকে আসামি করে মামলা করেন। মামলার আগেই স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেন। 

সড়ক অবরোধে নেতৃত্ব দেওয়া ফিরোজ হোসেন ও সাইদুর রহমান জানান, বৃৃহস্পতিবার সকাল ১১টার দিকে নিহতের স্ত্রী জামেদা বেগম ছয় বছরের সন্তান রুমানা, চার বছরের সোহানা ও দুই বছরের রেহানাকে নিয়ে থানায় যান। এসময় তাদের সাথে বেদে পল্লীর আরো অর্ধশতাধিক সদস্য ছিল। থানায় গিয়ে তারা দাবি করেন, হত্যার সাথে আরো অনেকে জড়িত আছে, যাদের নাম মামলায় নেই। বাদিকে ভুল বুঝিয়ে একজনকে আসামি করা হয়েছে। বাকি আসামিদের মামলায় অন্তর্ভুক্ত করে আটকের দাবি করেন। এসময় ওসি শহিদুল ইসলাম বলেন, ওই তিন সন্তান ও স্ত্রীকে ন মে কুটুক্তি করেন। মামলায় আর কারো নাম নতুন করে দেওয়া যাবে না। যে কারনে আমরা ওসির বদলী ও বাকি আসামিদের আটকের দাবিতে সড়ক অবরোধ করছি।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোফাজ্জেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে, আসামিও গ্রেপ্তার হয়েছে। এখন তারা মামলায় নতুন করে আরো আসামি করার দাবি নিয়ে থানায় এসে বিশৃংখলা শুরু করে। এসময় তাদের থানা চত্তরে বিশৃংখলা না করার জন্য বললে উত্তেজিত হয়ে বেড়িয়ে গিয়ে পাশে মহাসড়ক অবরোধ করে।  যুবককে হত্যার মুল পরিকল্পনাকারীকে মামলা থেকে বাদ দেওয়ার প্রতিবাদে থানা ঘেরা ও সড়ক অবরোধ করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। তার ওসির অপসারণসহ মামলায় প্রকৃত অপরাধীকে অর্ন্তভুক্ত করার দাবী জানান।

স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার রাতে পুর্ব শত্রুতার জের ধরে কালীগঞ্জ উপজেলা কাশিপুর গ্রামের বেদে পল্লীতে আবু তালেব নামের এক যুবককে লোহার রড দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়।

স্বজনদের অভিযোগ, এ হত্যার মুল পরিকল্পনাকারী সেলিমকে বাদ দিয়ে মাত্র একজনকে আসামী করে পুলিশ মামলা নিয়েছে। হত্যার মাস্টারমাইন্ডকে বাদ দেওয়া ও সাদা কাগজে বাদীর স্বাক্ষর করিয়ে নেওয়ার প্রতিবাদে রোববার সকালে নিহতের স্বজন ও এলাকাবাসী থানা ঘেরাও করে। এ সময় তারা কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদারের অপসারণের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয় ও মামলায় প্রকৃত অপরাধীতে যুক্ত করার দাবী জানান। সেখান থেকে শহরের নিমতলা বাসস্ট্যান্ডে গিয়ে ঝিনাইদহ-যশোর মহাসড়ক অবরোধ করে। সড়ক অবরোধের ফলে বন্ধ হয়ে যায় মহাসড়কে যান চলাচল। ভোগান্তিতে পড়ে শত শত মানুষ। পরে তিনদিনের মধ্যে ওসির অপসারণের আল্টিমেটাম দিয়ে মহাসড়ক থেকে সরে যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়