শিরোনাম
◈ স্যামসাংয়ের ২২ বিলিয়ন ডলারের বিনিয়োগ কেন ভিয়েতনাম চলে গিয়েছিল? (ভিডিও) ◈ বসুন্ধরায় স্ত্রীর মৃত্যুর ঘটনায় স্বামীকে জিজ্ঞাসাবাদ, অতঃপর  ৮৬ কেজি গাঁজা উদ্ধার! ◈ ড. ইউনূসের নেতৃত্ব বাংলাদেশের জন্য সমৃদ্ধি বয়ে আনবে: আমিরাতের রাষ্ট্রপতি ◈ যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি ২৬.৬৪ শতাংশ ◈ ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল, দেশের অর্থনীতিতে পড়বে বিরূপ প্রভাব  ◈ শিল্পবান্ধব বাজেট চেয়ে এনবিআরকে ১১৪ সুপারিশ ◈ শার্শায় কাওমী মাদ্রাসার মহিলা আবাসিক রুম থেকে সিসি ক্যামেরা জব্দ! ◈ আগামীতেবিএনপি ক্ষমতায় এলে বিনিয়োগকারীদের সকল সুযোগ সুবিধা দেয়া হবে : আমির খসরু ◈ শুধু ফিলিস্তিনে নয়, আমাদের প্রতিবেশী দেশেও মুসলমানদের অত্যাচার হচ্ছে : মির্জা আব্বাস  ◈ বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের 'অস্বাভাবিক' সিদ্ধান্ত কেন ভারতের

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৫, ০২:২০ দুপুর
আপডেট : ১০ এপ্রিল, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উখিয়ায় দুই পক্ষের সংঘর্ষ, মসজিদের খতিবসহ নিহত ৩

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে মসজিদের খতিবসহ ৩ জন নিহত হয়েছেন। রোববার সকালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-কুতুপালং বাজার জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ আল মামুন, তার চাচাতো ভাই আব্দুল মান্নান ও বোন শাহিনা বেগম। এর মধ্যে মামুন জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা। তিনি উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

জানা যায়, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। রোববার সকালে এ নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনজন নিহত হন।

কুতুপালং বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, ‘আপন চাচাত ভাইদের মধ্যে দেয়ালের সীমানা নিয়ে ঝগড়া হয়। পরে সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে কুতুপালং বাজার মসজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ আল মামুন রয়েছেন। বাকি দু’জন মান্নান ও তার বোন শাহিনা। তারা সবাই আপন চাচাত ভাই-বোন।

উখিয়া থানার ওসি আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ বিষয়ে কাজ চলমান রয়েছে, বিস্তারিত পরে বলা যাবে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়