শিরোনাম
◈ ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি প্রসঙ্গে যা বললেন জামায়াতের আমির ◈ দেশের সাথে মিল রেখে আমিরাতের দু’টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা ◈ বিদেশি ল ফার্মের সহযোগিতা নেয়া হচ্ছে পাচারের অর্থ আনতে: গভর্নর ◈ ক্ষমতার রাজনীতিতে বিএনপির সঙ্গে দূরত্ব বাড়ছে এনসিপির ◈ অবৈধ বিলাসবহুল যৌনপল্লিতে যেভাবে ধরা পড়লেন ভারতীয় বংশোদ্ভূত সিইও অনুরাগ বাজপেয়ী ◈ ট্রাম্পের শুল্ক আরোপ স্থগিতে স্বস্তি মিললেও রপ্তানি বাজারে অনিশ্চয়তা কাটেনি ◈ স্টুডেন্ট ভিসা বাতিল প্রক্রিয়া জোরদার যুক্তরাষ্ট্রের, নেপথ্যে যে কারণ ◈ আই‌সি‌সি ওয়ানডে ক্রিকে‌টে দুই বলের নিয়মে পরিবর্তন আনতে চায় ◈ আবারও দিনদুপুরে সাভারে চলন্ত বাসে ডাকাতি, স্বর্ণালংকার লুট ◈ আরব আমিরাতে মোবাইল, চুলের কাটিং ও অভিভাবকের পোশাক নিয়ে নতুন নির্দেশনা

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৫, ১১:২৯ রাত
আপডেট : ১১ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে দুই ভাইকে কুপিয়ে মারাত্মক জখম

সনত চক্র বর্ত্তী,ফরিদপুর : ফরিদপুরের শহরতলীর মুন্সীবাজার এলাকার রড সিমেন্ট ব্যবসায়ী রঞ্জিত বিশ্বাস ও লিটন বিশ্বাস নামের দুই ভাইকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার গেরদা ইউনিয়নের কাজীবাড়ি মসজিদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত রাতে গেরদা ইউনিয়নের সাহেববাড়ি থেকে সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে ফিরছিলেন রঞ্জিত বিশ্বাস ও লিটন বিশ্বাস। কাজীবাড়ি মসজিদ মোড় এলাকায় আসামাত্রা পেছন থেকে দুটি মোটরসাইকেলে থাকা চার ব্যক্তি দুই ভাইয়ের ওপর হামলা চালায়। হামলাকারীরা রঞ্জিত বিশ্বাসকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এ সময় রঞ্জিত বিশ্বাসের সঙ্গে থাকা তার ভাই লিটন বিশ্বাস আহত হন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রঞ্জিত বিশ্বাসকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আহত লিটন বিশ্বাস বলেন, আমার ভাইকে নিয়ে বাড়ি ফেরার পথে দুষ্কৃতকারীরা দুটি মোটরসাইকেলে এসে প্রথমে কয়েকটি গুলি করে। যদিও গুলি লাগেনি। তারপর কুপিয়ে জখম করে পালিয়ে যায়। যারা হামলা করেছে তাদের কাউকেই চেনা যায়নি।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনা অনুসন্ধানে কাজ শুরু করেছে। হামলার কারণ জানার চেষ্টা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়