শিরোনাম
◈ ‘ইসরায়েল ধ্বংসে ইরানের কাছে ৫০০ মিলিয়ন ডলার চেয়েছিল হামাস’   ◈ গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ ◈ কে হ‌চ্ছেন ব্রা‌জি‌লের কোচ? ◈ ১০ এপ্রিল শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, ১৪৪ ধারাসহ যেসব নির্দেশনা ◈ শুল্ক আরোপ নিয়ে নানা দেশে টানাপোড়েন, অটল অবস্থানে ট্রাম্প ◈ রাশিয়াসহ বিভিন্ন দেশে ভালো বেতনে চাকরির আশায় ফাঁদে পড়ছেন তরুণেরা! ◈ জাল সনদে কর্মসংস্থান আর নয়, কুয়েত সরকারের স্বয়ংক্রিয় পদ্ধতি চালু ◈ মেসির রেকর্ড ছোঁয়া গোলেও জয় পে‌লো না ইন্টার মায়া‌মি ◈ ওয়ান‌ডে বিশ্বকা‌পের বাছাই প‌র্বের প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডকে হারালো বাংলাদেশ ◈ পৃথিবীর প্রথম স্থায়ী সাগরতল গবেষণাগার নির্মাণ করছে চীন

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৫, ১১:২৯ রাত
আপডেট : ০৭ এপ্রিল, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে দুই ভাইকে কুপিয়ে মারাত্মক জখম

সনত চক্র বর্ত্তী,ফরিদপুর : ফরিদপুরের শহরতলীর মুন্সীবাজার এলাকার রড সিমেন্ট ব্যবসায়ী রঞ্জিত বিশ্বাস ও লিটন বিশ্বাস নামের দুই ভাইকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার গেরদা ইউনিয়নের কাজীবাড়ি মসজিদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত রাতে গেরদা ইউনিয়নের সাহেববাড়ি থেকে সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে ফিরছিলেন রঞ্জিত বিশ্বাস ও লিটন বিশ্বাস। কাজীবাড়ি মসজিদ মোড় এলাকায় আসামাত্রা পেছন থেকে দুটি মোটরসাইকেলে থাকা চার ব্যক্তি দুই ভাইয়ের ওপর হামলা চালায়। হামলাকারীরা রঞ্জিত বিশ্বাসকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এ সময় রঞ্জিত বিশ্বাসের সঙ্গে থাকা তার ভাই লিটন বিশ্বাস আহত হন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রঞ্জিত বিশ্বাসকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আহত লিটন বিশ্বাস বলেন, আমার ভাইকে নিয়ে বাড়ি ফেরার পথে দুষ্কৃতকারীরা দুটি মোটরসাইকেলে এসে প্রথমে কয়েকটি গুলি করে। যদিও গুলি লাগেনি। তারপর কুপিয়ে জখম করে পালিয়ে যায়। যারা হামলা করেছে তাদের কাউকেই চেনা যায়নি।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনা অনুসন্ধানে কাজ শুরু করেছে। হামলার কারণ জানার চেষ্টা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়