তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় ইউনিয়ন বিএনপির উদ্যোগে ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত হয়। (৫ এপ্রিল) শনিবার বিকালে সদর উপজেলার বুধল ইউনিয়নের ছাতিয়ান ঈদগাহ মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপত্বি করেন বুধল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বজলুর রহমান।
সাবেক আহ্বায়ক আক্তার হোসেন ও বুধল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশীদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। প্রধান বক্তা ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি এডভোকেট সফিকুল ইসলাম, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট আনিসুর রহমান মঞ্জু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এ. বি. এম. মমিনুল হক, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট তরিকুল ইসলাম খান রুমা, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন রিপন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আলী আজম, জেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মাইনুল হোসেন চপল, বিএনপি নেতা মনির হোসেন, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোস্তফা মিয়া প্রমুখ।
সভায় প্রধান অতিথি বলেন. দ্রুত সংসদ নির্বাচন দিতে হবে। আগামী দিনে বিএনপি সরকার গঠন করিলে বুধল ইউনিয়নে গ্যাস সংযোগ প্রদান করা হবে। হাসিনা হটাও আন্দোলনে এই ইউনিয়নে চার জন শহীদ হয়েছেন। তাদের হত্যাকারীদের আগামী দিনে বিচারের আওতায় আনা হবে। পরে শহীদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।