শিরোনাম
◈ বাংলাদেশ যুক্তরাষ্ট্র্রের শুল্ক হ্রাসে যেসব প্রস্তাব দেওয়ার চিন্তা করছে  ◈ আত্মসমর্পণ করে আওয়ামীপন্থি ৯৩ আইনজীবীর জামিন আবেদন ◈ ইসরায়েলি নজরদারি টুল প্যারাগনের স্পাইওয়্যার ব্যবহার করছে বিশ্বের ৬ দেশ! ◈ প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামীমার তিন বছরের কারাদণ্ড ◈ গাজায় ইসরায়েলের অবিরাম হামলা চলছেই ◈ এবার ট্রাম্পকাণ্ড নিয়ে যা বললেন বারাক ওবামা ◈ ভারতের বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল নিয়ে যা বললেন আসিফ নজরুল ◈ সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গেলেন সেনাপ্রধান ◈ আবারও সাকিব আল হাসানকে জরিমানা ◈ আওয়ামী লীগ নেতাদের মামলার তদন্ত শেষ পার্যায়ে, দুই মাসের মধ্যে চার্জশিট দাখিল 

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৫, ১১:০১ রাত
আপডেট : ০৬ এপ্রিল, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে বিলে মাছ ধরার অপরাধে ছাত্রকে কুপিয়ে জখম

ফিরোজ আহম্মেদ, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : সমবয়সী দুই বন্ধুকে নিয়ে গ্রামের কয়ার বিলে মাছ ধরতে গিয়েছিল পঞ্চম শ্রেণির স্কুল ছাত্র গিফারী ইসলাম (১১)। তারা যখন মাছ ধরছিল, তখন পাশের মনোহরপুর গ্রামের ওহিদুল ইসলাম নামের এক যুবক সেখানে এসে তাদেরকে ধমকাতে থাকে। এক পর্যায়ে কাছে থাকা গাছী দা দিয়ে গিফারীকে কোপ দেয়। এতে মাটিতে লুটিয়ে পড়ে গিফারী। এ দৃশ্য দেখে ভয় দৌড়ে পালায় অপর দুই বন্ধু বায়েজিদ ও ইয়াসিন। এরপর পালিয়ে যাওয়া শিশুদের থেকে খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় গিফারীকে উদ্ধার করে। তাকে প্রথমে যশোর ও পরে ঢাকাতে রেফাড করা হয়েছে।
 
ঘটনাটি ঘটেছে, গত শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মনোহরপুর ও কুল্যাপাড়া গ্রামের মধ্যবতী কয়ার বিলে। কুল্যাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র পিফারী কুল্যাপাড়া গ্রামের প্রবাসী বিল্লাল হোসেনের ছেলে। এ ঘটনায় রাতেই আহতের চাচা উজ্জল শেখ বাদী হয়ে অভিযুক্ত যুবকসহ অজ্ঞাত ২ জনের বিরুদ্ধে কালীগঞ্জ থানাতে একটি এজাহার দায়ের করেছেন।
 
ভূক্তভোগির স্বজনেরা জানায়, শুক্রবার দুপুর ১২ টার দিকে গিফারী তার দুই বন্ধুকে নিয়ে গ্রামের কয়ার বিলে মাছ ধরতে যায়। মাছ ধরার সময়ে মনোহরপুর গ্রামের রওশন আলীর ছেলে ওহিদুল ইসলাম সেখানে গিয়ে গাছি দা দিয়ে গিফারিকে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। ঘটনার পর তার দুই বন্ধুর মাধ্যমে খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসে গিফারীকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে। এরপর তাকে প্রথমে যশোর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকাতে রেফার্ড করা হয়। 
 
আহত স্কুলছাত্রের চাচা রকি হোসেন জানান, গিফারির বাবা সৌদি প্রবাসী। ওই বিলে গ্রামের সবাই মাছ ধরে। ওইদিন আমার ভাইপো বন্ধুদের নিয়ে মাছ ধরছিল। কিন্তু কি কারনে ভাইপোকে কুপিয়ে জখম করা হল তা বুঝে উঠতে পারছি না। তিনি এমন নৃশংস ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি জানান।
 
কালীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ শহিদুল ইসলাম হাওলাদার জানান, মাছ ধরা নিয়ে স্কুল ছাত্রকে কুপিয়ে জখমের ঘটনাটি অত্যান্ত দুঃখজনক। এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। পুলিশ ওই সন্ত্রাসীকে আটকে জোর চেষ্টা চালাচ্ছে বলে জানান তিনি।
  • সর্বশেষ
  • জনপ্রিয়