শিরোনাম
◈ টানা ৯ দিনের ছুটি শেষে সরকারি অফিস ব্যাংক বিমা আদালত খুলছে আজ ◈ ড. ইউনূসকে প্রধানমন্ত্রী হিসেবে দেখার আকাঙ্ক্ষা, ব্যাখ্যায় যা বলেছেন সারজিস আলম ◈ রোহিঙ্গা প্রত্যাবাসন, মিয়ানমারের সামরিক জান্তার নতুন কৌশল? ◈ শাহবাগে ফুলের দোকানের আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ ৫ ◈ হজ মৌসুমে বাংলাদেশ, পাকিস্তানসহ যেসব দেশের ওপর সাময়িক ভিসা নিষেধাজ্ঞা সৌদি আরবের ◈ সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ ◈ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রস্তাবে মোদি নেতিবাচক প্রতিক্রিয়া দেখাননি: শফিকুল আলম ◈ মার্কিন শুল্কে আতঙ্কিত হওয়ার কিছু নেই: খলিলুর রহমান ◈ গণহত্যা, মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচার করতে হবে : সালাউদ্দিন  ◈ প্রধান উপদেষ্টা সরাসরি যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবেন জানালেন বানিজ্য উপদেষ্টা

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৫, ০৫:২০ বিকাল
আপডেট : ০৬ এপ্রিল, ২০২৫, ০১:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধর্ষণের শিকার দুই বোনকে আইনি সহায়তা দিবেন তারেক রহমান

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাট উপজেলায় ৭ বছর বয়সী দুই জমজ বোনকে ধর্ষণের ঘটনায় ভিকটিমদের আইনি সহায়তা প্রদান, তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিতসহ সার্বিক সহায়তা প্রদান করবেন জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (০৫ এপ্রিল) সকালে নোয়াখালী আইনজীবী সমিতির অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন জেলা আইনজীবী ফোরামের সদস্য সচিব এডভোকেট নুরুল আমিন।

সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট রবিউল হাছান পলাশ, নোয়াখালী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আমিরুল ইসলাম, জেলা আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক এডভোকেট আবদুল হক, নোয়াখালী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট কাজী কবির, নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের পিপি মোনাক্কের বাহার প্রমূখ বক্তব্য রাখেন।

জেলা আইনজীবী ফোরামের সদস্য সচিব এডভোকেট নুরুল আমিন লিখিত বক্তব্যে বলেন, নোয়াখালীতে দুই জমজ শিশু ধর্ষণের সংবাদ গণমাধ্যমে প্রকাশ হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের মহাসচিব ব্যরিস্টার কায়সার কামালকে ওই দুই ভিকটিমকে আইনি সহায়তা প্রদান, তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিতসহ সার্বিক সহায়তা প্রদানের নিদের্শ দেন। পরবর্তীতে ব্যরিস্টার কায়সার কামালের নির্দেশে আমরা নোয়াখালী আইজীবি ফোরামের ৭ সদস্য বিশিষ্ট একটি টিম কবিরহাট উপজেলার চর গুল্লাখালি গ্রামে দুই বোনকে ধর্ষণ অভিযোগ অনুসন্ধান, এজহারকারী ও ভিকটিমদেরকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে সরেজমিন পরিদর্শন করি। ওই সময় আমরা অভিযোগের বিষয়ে খোঁজখবর নিয়ে ভিকটিমদের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেছি এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিদের ভিকটিমদ্বয় ও অভিযোগকারীকে নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব প্রদান করেছি। এছাড়া মামলার সার্বিক বিষয়ে অবগত হয়ে জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের  পক্ষ থেকে মামলায় আইনী সহায়তা প্রদান এবং ভিকটিমদ্বয় ও এজহারকারীকে ন্যায় বিচার পাওয়ার নিমিত্তে সার্বিক সহযোগিতা প্রদানের সিদ্ধান্ত নিয়েছি। এই ঘটনায় আইন অনুযায়ী সর্বোচ্চ দৃষ্টান্তমূলক সাজা ও ন্যায় বিচার নিশ্চিত হবে বলেও আশাবাদ প্রকাশ করেন ফোরামের এই আইনজীবি।

জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট রবিউল হাছান পলাশ বলেন, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে সুবর্ণচরে ধানের শীষে ভোট দেওয়ায় পারুল বেগমকে ধর্ষণ করা হয়। ওই ধর্ষণ মামলায় ভিকটিমকে আমরা দলগতভাবে জাতীয়তাবাদী আইজীবি ফোরামের উদ্যোগে সকল ধরনের আইনি সহায়তা প্রদান করেছি। ওই মামলায় আমরা বাদি পক্ষ ন্যায় বিচারও পেয়েছি। কবিরহাটের এই ঘটনায়ও আমরা দুই ভিকটিমকে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আইনী সহতার বিষয়ে পূর্ণাঙ্গ সহায়তা দিব। যেন পরিবারটি সর্বোচ্চ ন্যায় বিচার পায় এবং অপরাধীর যেন দৃষ্টান্তমূলক সাজা হয় সে বিষয়ে আমরা একমত হয়েছি।

উল্লেখ্য- গত ২৩ ও ২৫ মার্চ নোয়াখালীর কবিরহাট উপজেলায় সাত বছর বয়সী যমজ দুই বোনকে ধর্ষণের অভিযোগে করা মামলায় এক কিশোরকে (১৬) আটক করে পুলিশ। শিশুদের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কবিরহাট থানায় মামলাটি করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়