শিরোনাম
◈ রিজার্ভের পরিমাণ কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক ◈ হুমকিতে মহাকাশ নিরাপত্তা, পৃথিবীতে আছড়ে পড়েছে ১২০০ যন্ত্রাংশ ◈ রাতে ঢাকাসহ ১০ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত ◈ বাংলাদেশে ব্যবসার অনুমোদন পেয়েছে স্টারলিংক ◈ উন্নত চি‌কিৎসা নি‌তে সোমবার সিঙ্গাপুরে যাচ্ছেন তামিম ইকবাল ◈ দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এলো মার্চে ◈ ঘ‌রোয়া ক্রিকে‌টে অসাধারন রেকর্ড, ১৫ ব‌লে আবাহনীর ইম‌নের অর্ধশত রান  ◈ শুল্ক নিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে ট্রাম্পের কাছে চিঠি পাঠাবেন প্রধান উপদেষ্টা ◈ ওয়াকফ আইন পুনর্বিবেচনা করতে ভারতের প্রতি আহ্বান বিএনপির ◈ আওয়ামীপন্থী ৭২ আইনজীবী কারাগারে, বিশেষ বিবেচনায় ১১ জনের জামিন

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৫, ০৪:০২ দুপুর
আপডেট : ০৬ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আওয়ামী সন্ত্রাসী হামলায় আহত জাকির হোসেনকে দেখতে হাসপাতালে ব্যারিস্টার আবু সায়েম 

মনিরুল ইসলাম  : আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত জাকির হোসেনকে দেখতে গতকাল শুক্রবার নোয়াখালী সদর হাসপাতালে যান বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ও বিএনপি মিডিয়া সেল’র সদস্য ব্যারিস্টার আবু সায়েম। এসময় উপস্থিত ছিলেন— নোয়াখালী জেলা যুবদলের সভাপতি জিএস সুমন। তারা আহত জাকির হোসেনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তারেক রহমানের পক্ষ থেকে তার সুচিকিৎসার আশ্বাস প্রদান করেন। 

উল্লেখ্য, জাকির হোসেন নোয়াখালী সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক।

গত মঙ্গলবার মাইজদী থেকে নিজ গ্রামে ফেরার পথে আওয়ামী লীগের সন্ত্রাসীরা অতর্কিতে তার ওপর হামলা করে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

তবে জাকির হোসেন অভিযোগ করেন, পুলিশ ঘটনার প্রকৃত আসামীদের ধরছে না। এ বিষয়ে ব্যারিস্টার আবু সায়েম ও জিএস সুমন তাৎক্ষণিক জেলা পুলিশ সুপারের সাথে টেলিফোনে কথা বলেন এবং অবিলম্বে আসামীদের গ্রেপ্তারের অনুরোধ জানান। 

এদিকে, নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসারত সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একটি পরিবারের সদস্যদের সাথেও দেখা করেন বিএনপি নেতারা। জানা যায়, চৌমুহনীতে চলমান একটি সিএনজিতে সিলিন্ডার বিস্ফোরিত হলে যাত্রীরা সবাই আগুনে পুড়ে যান। তারা একই পরিবারের সদস্য। বিএনপি নেতারা তাদের প্রতি সহমর্মিতা জানান এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নিতে হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়