শিরোনাম
◈ সোনালী ব্যাংকের সাবেক ৭ কর্মকর্তাসহ ১১ জনের অর্থ আত্মসাতের মামলায় কারাদণ্ড ◈ ১১.৪৪% প্রবৃদ্ধি রপ্তানিতে, মার্চে আয় ৪.২৫ বিলিয়ন ডলার ◈ ভারতের নতুন ওয়াকফ আইন কেন মুসলিমদের জন্য বিপজ্জনক? ◈ শুল্ক আরোপে মার্কিনীদের স্নিকার্স, জিন্স ও পোশাক কিনতে হবে অনেক বেশি দামে! ◈ নির্বাচনী আচরণবিধির খসড়া প্রায় চূড়ান্ত, থাকছে না পোস্টার ◈ নতুন উদ্যোক্তাদের জন্য ৯০০ কোটি টাকার তহবিল গঠন : গভর্নর আহসান এইচ মনসুর ◈ প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী ◈ ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষিকা বরখাস্ত ◈ গাজায় গণহত্যা: ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে ঢাকায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ ◈ ‘ইসরায়েল ধ্বংসে ইরানের কাছে ৫০০ মিলিয়ন ডলার চেয়েছিল হামাস’  

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৫, ০২:০৯ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে দুই ভাইকে লক্ষ্য করে ‘গুলি’, এরপর কুপিয়ে জখম

ডেস্ক রিপোর্ট : ফরিদপুর পৌরসভার মুন্সিবাজার এলাকার রড-সিমেন্টের ব্যবসায়ী দুই ভাই রঞ্জিত বিশ্বাস ও লিটন বিশ্বাসকে লক্ষ্য করে গুলি করে ও কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ১১টার দিকে গেরদা ইউনিয়নের কাজীবাড়ি মসজিদ মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত রঞ্জিত বিশ্বাস ও লিটন বিশ্বাস গেরদা ইউনিয়নের কাফুরা গ্রামের গয়নাথ বিশ্বাসের ছেলে।

লিটন বিশ্বাস বলেন, ‘গেরদা সাহেব বাড়ির পাশে আমার বড় ভাই রাতে দাওয়াত খেতে গিয়েছিল। রাত বেশি হওয়াতে কোনও গাড়ি পাচ্ছিল না। পরে আমাকে ফোন দিলে আমি মোটরসাইকেল নিয়ে ওই বাড়ি থেকে দাদাকে নিয়ে আমাদের বাড়ির দিকে আসছিলাম। পথেই তিন-চার ব্যক্তি দুটি মোটরসাইকেল থেকে আমাদের লক্ষ্য করে গুলি করে। পরে আমরা রাস্তায় পড়ে গেলে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।’

আহতদের বরাত দিয়ে ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, শুক্রবার রাতে গেরদা ইউনিয়নের সাহেব বাড়ি থেকে সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে রাত ১১টার দিকে নিজ বাড়িতে ফেরার সময় কাজীবাড়ি মসজিদ মোড় এলাকায় পৌঁছালে পেছন থেকে দুটি মোটরসাইকেলে থাকা চার ব্যক্তি হামলা চালিয়ে রঞ্জিত বিশ্বাস নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এ সময় রঞ্জিত বিশ্বাসের সঙ্গে থাকা তার সহোদর লিটন বিশ্বাস আহত হন।  আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রঞ্জিত বিশ্বাসকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনা অনুসন্ধানে কাজ শুরু করেছে। হামলার কারণ জানার চেষ্টা করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থাও প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

সমকাল থেকে নেয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়