শিরোনাম

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৫, ১১:৩১ দুপুর
আপডেট : ০৬ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোল সীমান্তে শহীদ জিয়াউর রহমানের স্বরনে ভলিবল টুর্ণামেন্ট

আইরিন হক, বেনাপোল(যশোর) প্রতিনিধি:  বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)’র প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান স্মরণে যশোর জেলার শার্শা উপজেলার ভারত সীমান্তবর্তী গ্রাম রঘুনাথপুরে প্রীতি ভলিবল টুর্ণামেন্ট  অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(৪ এপ্রিল) রঘুনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিকাল ৪ টায় খেলা শুরু হয় শেষ হয় রাত ১২ টার পরে।

 “রঘুনাথপুর স্পোর্টিং ক্লাব” কর্তৃক আয়োজিত এ টুর্ণামেন্ট প্রধান অতিথী ছিলেন, বেনাপোল পৌর বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মফিজুর রহমান।

এদিকে দির্ঘদিন পর এমন খেলাটি উপভোগ করার জন্য জেলার বিভিন্ন অঞ্চল থেকে শত শত মানুষের ঢল নামে ঐ স্কুল মাঠে।

খেলায় রেফারীর দায়িত্ব পালণ করেন-আনিছুর রহমান আনিছ ও মাহবুব আলম এবং উপস্থাপনায় ছিলেন-নজরুল ইসলাম ও শাকিল।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান অতিথি মফিজুর রহমান মফিজ বলেন-“মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধূলার বিকল্প নেই”। বিগত ১৫ বছর ফ্যাসিবাদীদের আমলে খেলাধুলা হারিয়ে গিয়েছিল,সীমান্তে অবাধে মাদক প্রবেশে  যুবসমাজকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছিল।

খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদকসহ সব অপরাধমূলক কাজ থেকে দূরে রাখতে তাদের এ আয়োজন। বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মরণে  ভলিবল টুর্নামেন্ট আয়োজন করায় “রঘুনাথপুর স্পোর্টিং ক্লাব” কে অভিনন্দন জানান তিনি।

রাত ১১টার দিকে দিবা-রাত্রি’র এই ভলিবল টুর্ণামেন্টের খেলায় চ্যাম্পিয়ন অর্জন করে ইমদা ভলিবল দল(রাহাত ট্রেডার্স) এবং রানার আপ হয় নুরুজ্জামান ভলিবল দল। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মফিজুর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়