শিরোনাম
◈ আমরা আপনার প্রতি হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি: ড. ইউনূসকে নরেন্দ্র মোদি ◈ 'মায়ের কবরের পাশে শপথ করলাম, আজ থেকে আমি জয় বাংলা বলব' ◈ মার্কিন শুল্ক ইস্যু: সন্ধ্যায় জরুরি মিটিং ডেকেছেন প্রধান উপদেষ্টা ◈ শরীয়তপুরে জাজিরায় তুমুল সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ ◈ টানা তিন হারে হোয়াইটওয়াশ পাকিস্তান! ◈ ৫০ বিলিয়নিয়ারের মধ্যে ২৭ জন যুক্তরাষ্ট্রের, নেই বাংলাদেশের আজিজ খান, এক নজরে বিশ্বের বিলিয়নিয়ারদের তালিকা ◈ ঈদ ছুটিতে ৮ দিন পর চালু হলো বেনাপোল-পেট্রাপোল বন্দর ◈ শুল্ক আরোপের সিদ্ধান্তের ফলে বাংলাদেশের ৪০ বিলিয়ন ডলারের তৈরি পোশাক শিল্প হুমকির মুখে ◈ হোয়াইট হাউস থেকে বরখাস্ত একাধিক শীর্ষ কর্মকর্তা, ছাঁটাইয়ের পরামর্শ দিয়েছেন লরা লুমার! ◈ বাংলাদেশ-ভারত পুরানো বন্ধুত্বের কতটা নবায়ন হলো দুই নেতার বৈঠকে?

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৫, ০৯:৪৭ রাত
আপডেট : ০৫ এপ্রিল, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে গরু-ছাগল সহ সর্বস্ব পুড়ে নিঃস্ব চার দিনমজুর পরিবার

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের চর রাজীবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের সংকর মাধবপুর বিলপাড়া এলাকায় গোয়ালঘরে জ্বালানো কয়েলের আগুনে পুড়ে ছাই হয়েছে চার দিনমজুর পরিবারের ৯টি ঘর, প্রয়োজনীয় জিনিসপত্র সহ আসবাবপত্র, নগদ টাকা সহ খড়ের গাদা। অগ্নিদগ্ধ মারা গেছে ৫টি গরু ও ২০টি ছাগল। এতে অন্তত ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দিবাগত রাত ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ দিনমজুররা হলেন, মিজানুর, কাবেল, রশিদ ও ফজল হক। 

স্থানীয় ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, প্রতিরাতের মতো বৃহস্পতিবার রাতেও গরুর গোয়ালঘরের মশা তাড়াতে কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পরেন দিনমজুর মিজানুরের পরিবার। রাত এগারোটার দিকে আগুনের শিখার তাপে ঘুম ভাঙ্গে তাদের। তাদের চিৎকারে বাকী ক্ষতিগ্রস্ত পরিবার সহ এলাকাবাসী আগুন নেভাতে ছুটে আসেন। মুহুর্তে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী ফজল হক, কাবেল ও রশিদের বসতবাড়ীতে আগুন লাগে। এসময় আগুনে মিজানুরের ২টি ঘর, নগদ ৬০ হাজার টাকা পুড়ে যাওয়া সহ ১টি গরু অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। কাবেলের ৩টি ঘর পুড়ে যাওয়া সহ ২টি গরু ও ১০টি ছাগল অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। ফজল হকের ২টি ঘর সহ রশিদের ২টি ঘর ও ১০টি ছাগল অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। এছাড়াও প্রত্যেকের ঘরে থাকা প্রয়োজনীয় জিনিসপত্র সহ আসবাবপত্র পুড়ে গেছে। 

ক্ষতিগ্রস্ত দিনমজুর ফজল হক বলেন, মিজানুর, কাবেল, রশিদ সহ আমার মিলে মোট ৯টি ঘর, ২০টি ছাগল সহ অনান্য জিনিস পত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের সূত্রপাত হওয়া মিজানুরের বসত বাড়ীর কোন কিছুই অবশিষ্ট নেই। আগুনে পুড়ে সর্বস্ব হারিয়ে আমরা নিঃস্ব হলাম। 

ক্ষতিগ্রস্ত দিনমজুর ফজল হক আরও বলেন, আমরা ফায়ার সার্ভিসকে বিষয়টি জানালে যোগাযোগ ব্যবস্থা না থাকায় ফায়ার সার্ভিসের গাড়ী উপজেলার খাজার ঘাট পর্যন্ত এসে ঘুরে যায়। 

স্থানীয় সংরক্ষিত নারী ইউপি সদস্য মিনারা বেগম বলেন, আমি ঘটনাস্থল ঘুরে দেখে বিষয়টি চেয়ারম্যান সাহেবকে অবগত করেছি। পরিবারগুলো সবাই দিনমজুরের কাজ করে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দ্রুত সরকারি সহায়তা প্রয়োজন।

রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে এলাহী বলেন, ক্ষয়ক্ষতির বিষয়ে আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন পাঠিয়েছি। ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে সহায়তা প্রদান করা হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়