শামীম মীর, গৌরনদী প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়া উপজেলার রতনপুর গ্রামে এলাকায় আধিপত্য বিস্তরের বিরোধকে কেন্দ্র করে বিএনপি নেতার নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের নেতার বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৫জন আহত হয়েছে। গুরুতর আহত বিএনপি নেতাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় লোকজন, আহত ও এলাকাবাসি জানান, আগৈলঝাড়া উপজেলার রতœপুর ইউনিয়নে আধিপত্য বিস্তরকে কেন্দ্র করে ইউনিয়ন স্বেচ্ছসেবক দলের আহবায়ক মোঃ নাসির মৃধা (৪৫)র সাথে ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আলমগীর হোসেনের (৪৮) দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে বৃহস্পতিরবার রাতে ইউনিয়ন বিএনপি যুগ্ন-আহবায়ক আলমগীর মজুমদারের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাসির মৃধার চাউকাঠী গ্রামস্থ বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে বলে অভিযোগ পাওয়া গেছে।
ইউনিয়ন স্বেচ্ছসেবক দলের আহবায়ক মোঃ নাসির মৃধা অভিযোগ করে বলেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আলমগীর হোসেন বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গ্রামের আমার সমর্থক বকর শরীফের উপর হামলা চালায়। বকর শরীফ আত্মরক্ষায় দৌড়ে আমার বসতঘরে আশ্রয় নেন। এ সময় বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে ১৫/২০জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আমার বসত ঘরে হামলা চালিয়ে ভাঙচুর এবং লুটপাট চালায়। আমি বাধা দিলে আমাকে পিটিয়ে জখম করে। এ সময় আমাকে রক্ষায় আমার স্ত্রী হেলেনা বেগম (৪০) কন্যা নিপা আক্তার (১৮) এগিয়ে এলে তাদের পিটিয়ে জখম করে ঘর থেকে স্বর্নালংকার ও মূল্যবান মালামালসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ইউনিয়ন বিএনপি যুগ্ন-আহবায়ক আলমগীর মজুমদার অভিযোগ অস্বীকার করে বলেন, আমি চাউকাঠী রাস্তার মাথায় একটি চায়ের দোকানে বসে চা পান করছিলাম হঠাৎ করে পিছন থেকে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাসির মৃধার নেতৃত্বে ৮-১০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। আমাকে রক্ষায় এগিয়ে এলে আমার ৩ সমর্থককে মারধর করেছে। আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলিউল ইসলাম বলেন, হামলার অভিযোগের সত্যতা রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্তিতি নিয়ন্ত্রনে আনেন। উভয়পক্ষ অভিযোগ দিয়েছে তদন্ত সাপেক্ষে মামলা রুজু করা হবে।