ঈদ ও সাপ্তাহিক ছুটির দিনে উপলক্ষে কুয়াকাটায় লাখো পর্যটকের সমাগম
জাকারিয়া জাহিদ, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি : ঈদের পঞ্চম দিন এবং সাপ্তাহিক ছুটি থাকায় পর্যটন কেন্দ্র কুয়াকাটায় সমাগম ঘটেছে বছরের রেকর্ড পরিমান লাখো পর্যটকের। আগত পর্যটকরা সৈকতের জিরো পয়েন্টে হইহুল্লোরে মেতেছেন। অনেকে সমুদ্রের নোনা জলে সাতার কেটে, অনেকে সমুদ্রের বালিয়াড়িতে ফুটবল নিয়ে, অনেকে আবার মেতেছেন জলকেলিতে। শিশু পর্যটকরা মেতেছেন বালু খেলায়।
এছাড়া অনেকে আবার স্প্রিড বোট, ওয়াটারবাইক, ঘোড়া এবং মোটরসাইকেলে ঘুরে দেখছেন সৈকতের একপ্রান্ত থেকে অপর প্রান্ত। টুরিস্ট বোটের মাধ্যমে ভ্রমণ করছেন সমুদ্রের বিভিন্ন দ্বীপ ও বনাঞ্চল।অনেকে আবার সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন সমুদ্রের উতাল পাতাল ঢেউ সহ প্রাকৃতিক সৌন্দর্য। আগতদের ভীড়ে বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। শতভাগ বুকিং রয়েছে কুয়াকাটার আড়াই শতাধিক হোটেল মোটেল। পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছে পুলিশ সদস্যরা।
খুলনা থেকে আসা রাকিব আহমেদ বলেন, বন্ধুদের নিয়ে দ্বিতীয়বারের মতো কুয়াকাটায় এসেছি। এবার সৈকতের পরিবেশ আরও ভালো লেগেছে। প্রচুর টুরিস্ট এসেছে খুব ভালো লাগছে যদিও রুম পেতে একটু কষ্ট হয়েছে তার পরেও অনেক আনন্দিত।
কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়শনের সভাপতি এম এ মোতালেব শরীফ জানান, এবারের ঈদের লম্বা ছুটিতে কুয়াকাটায় অসংখ্য পর্যটকের আগমন ঘটবে। আজ সাপ্তাহিক ছুটি থাকায় অনেক বেশি পর্যটকের আগমন ঘটেছে।ইতিমধ্যে প্রথম শ্রেণির হোটেল মোটেল রিসোর্টগুলোর প্রায় শতভাগ ভাগ রুম বুকিং হয়ে গেছে। আজ থেকে ভিআইপি পর্যটকদের আগমন বেশি।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, আগত এসব পর্যটকদের নিরাপত্তায় কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। সাদা পোশাকেও নজরদারি থাকবে। পর্যটন পুলিশের পাশাপাশি থানা পুলিশ, মহাসড়কে আগত পর্যটকদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিতকরতে টহল চলছে।