শিরোনাম
◈ আমরা আপনার প্রতি হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি: ড. ইউনূসকে নরেন্দ্র মোদি ◈ 'মায়ের কবরের পাশে শপথ করলাম, আজ থেকে আমি জয় বাংলা বলব' ◈ মার্কিন শুল্ক ইস্যু: সন্ধ্যায় জরুরি মিটিং ডেকেছেন প্রধান উপদেষ্টা ◈ শরীয়তপুরে জাজিরায় তুমুল সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ ◈ টানা তিন হারে হোয়াইটওয়াশ পাকিস্তান! ◈ ৫০ বিলিয়নিয়ারের মধ্যে ২৭ জন যুক্তরাষ্ট্রের, নেই বাংলাদেশের আজিজ খান, এক নজরে বিশ্বের বিলিয়নিয়ারদের তালিকা ◈ ঈদ ছুটিতে ৮ দিন পর চালু হলো বেনাপোল-পেট্রাপোল বন্দর ◈ শুল্ক আরোপের সিদ্ধান্তের ফলে বাংলাদেশের ৪০ বিলিয়ন ডলারের তৈরি পোশাক শিল্প হুমকির মুখে ◈ হোয়াইট হাউস থেকে বরখাস্ত একাধিক শীর্ষ কর্মকর্তা, ছাঁটাইয়ের পরামর্শ দিয়েছেন লরা লুমার! ◈ বাংলাদেশ-ভারত পুরানো বন্ধুত্বের কতটা নবায়ন হলো দুই নেতার বৈঠকে?

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৫, ১২:২০ দুপুর
আপডেট : ০৫ এপ্রিল, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গৌরনদীতে বিএনপি ও যুবদলের মধ্যে সংঘর্ষ আহত- ২৫

শামীম মীর গৌরনদী প্রতিনিধি : গৌরনদীতে ঈদুল ফিতরের শুভেচ্ছা পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, হামলা-পাল্টাহামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৬ নারীসহ উভয় পক্ষে ২৫ নেতাকর্মী আহত হয়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকাল পৌনে ৫টার দিকে উপজেলার নলচিড়া ইউনিয়নের পিঙ্গলাকাঠি বাজারের কাছে শিকদার বাড়িতে ও বাড়ির সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। এ সময় যুবদল নেতা সোহেল মোল্লার সমর্থকদের ৫টি মোটর সাইকেল ভাংচুরের ঘটনা ঘটেছে।

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক সংসদ সদস্য এম. জহিরউদ্দিন স্বপনের ঈদুল ফিতরের শুভেচ্ছা পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে গুরুতর আহত ৫ নেতাকর্মীকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও ৮ কর্মীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার পিঙ্গলাকাঠি গ্রামের ইঞ্জিনিয়ার বেল্লাল শিকদার (২৮) ও তার স্ত্রী ইলমা ইয়াসমিন (২৪) দাওয়াত খাওয়ার জন্য বৃহস্পতিবার দুপুর ২টার দিকে পিঙ্গলাকাঠি বাজারের কাছে মামা আলম শিকদারের বাড়ির উাদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে বেল্লালের স্ত্রী ইলমা ইয়াসমিন দুষ্টমি করে টিনের বেড়ার সাথে লাগানো ইদুল ফিতরের একটি শুভেচ্ছা পোস্টারে একাংশ ছিঁড়ে স্বামী বেল্লালের গাঁয়ে ছুড়ে।

সেখান দিয়ে নলচিড়া ইউনিয়ন যুবদল নেতা সোহেল মোল্লা যাওয়ার সময় বিষয়টি দেখে মোটর সাইকেল থামিয়ে পোস্টার ছেঁঢ়ার কারণ জিজ্ঞাসা করে। এ নিয়ে সোহেল ও বেল্লালের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে সোহেল উত্তেজিত হয়ে ইলমা ইয়াসমিনকে মারার জন্য তেঁড়ে আসলে বেল্লাল ও সোহেলের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরধরে যুবদল নেতা সোহেল মোল্লার নেতৃত্ব ১০/১২টি মোটর সাইকেল যোগে যুবদলের ২০/২৫ নেতাকর্মী লাঠিসোঁটা, রামদা, লোহার রড নিয়ে বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টার দিকে পিঙ্গলাকাঠি বাজারের কাছে বিএনপি কর্মী আলম শিকদারের বাড়িতে হামলা চালায়।

এ সময় নলচিড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধাারণ সম্পাদক হারুন শিকদারের নেতৃত্বে বাড়ির ও বাজারের লোকজন পাল্টাহামলা চালালে ওই বাড়ির সামনের রাস্তায় ওপর উভয় পক্ষের মধ্যে ধাওযা-পাল্টাধাওযা, হামলা-পাল্টাহামলা ও সংঘর্সের ঘটনা ঘটে। এতে ৭ নারীসহ উভয় পক্ষের ২৫ নেতাকর্মী আহত হয়।

এ সময় সংঘর্ষে টিকতে না পেরে সোহেল মোল্লার সমর্থকরা ৫টি মোটর সাইকেল ফেলে ঘটনাস্থল ত্যাগ করলে হারুন সমর্থকরা ওই ৫টি মোটর সাইকেল ভাংচুর করে। হামলা ও সংঘর্ষে যুবদল নেতা সোহেল মোল্লার সমর্থক নলচিড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক সুজন আকন (৪৫), যুবদল কর্মী আজিজুল সরদার (৪৮), সেলিম সরদার (৪৫), আলামিন হাওলাদার(৩৫), মনির খলিফা (৪০), টিপু সুলতান (৩২) ও বিএনপি নেতা হারুন শিকদারের সমর্থক যুবদল কর্মী শহিদুল শিকদার (৪২), আজিজুল শিকদার (১৭), সেনা সদস্য মেহেদী হাসান (২৫), তাসলিামা বেগম (৪৫), ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শুভ শিকদার (২০), যুবদল কর্মী ইঞ্জিনিয়ার বেল্লাল শিকদার (৩২), মনজিলা বেগম (৬১), ইলমা ইয়াসমিন (২৮), জিয়াসমিন বেগম (৬১), শারমিন (৩০), শেফালী বেগম(৩০), ছাত্রদল কর্মী আজিজুল শিকদার (২২) সহ উভয় পক্সের ২৫ জন আহত হয়েছে।

আশঙ্কাজনক অবস্থায় যুবদল কর্মী আজিজুল সরদার (৪৮), সেলিম সরদার (৪৫), শহিদুল শিকদার (৪২), তাসলিামা বেগম (৪৫), আজিজুল শিকদার (১৭)কে বরিশাপল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে।

এবিষয়ে নলচিড়া ইউনিয়ন যুবদলের নেতা সোহেল মোল্লা অভিযোগ অস্বীকার করে বলেন, এ ঘটনার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই।

গৌরনদী থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, খবর পেয়ে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থল থেকে সোহেল মোল্লার সমর্থকদের ফেলে যাওয়া ৫টি মোটর সাইকেল জব্দ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়