শিরোনাম
◈ ফিফা র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছে বাংলাদশে, পিছিয়েছে ভারত ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক খারাপ হয়, এমন বক্তব্য পরিহার করার আহ্বান ভারতের প্রধানমন্ত্রীর ◈ এবার মার্কিন পণ্যে পাল্টা ৩৪ শতাংশ শুল্ক আরোপ করল চীন ◈ বিশ্বের মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ থাকলে কেউ জুলুম চালাতে পারবে না : ইরান ◈ দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ◈ বাংলাদেশের কোনো নির্দিষ্ট দলকে সমর্থন নিয়ে ড. ইউনূসকে যা বলেন মোদি ◈ ড. ইউনূস-মোদি ৪০ মিনিটের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা করেন ◈ লাশের স্তুপে পরে থাকা কানাই লাল জানালেন সেই নৃশংস গণহত্যার ঘটনা ◈ ৭২ ঘন্টা পর চোখ খুলেছে শিশুটি, এক আসামি গ্রেফতার ◈ থাইল্যান্ডকে ভিসা সহজীকরণসহ যেসব বিষয়ে আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৫, ০১:০২ দুপুর
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে যৌথ বাহিনীর অভিযানে বার্মিজ চাকুসহ আটক ১

আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে বার্মিজ চাকুসহ সুলতান মাহমুদ ওরফে লাম (১৯) কে আটক করেছে যৌথ বাহিনী। গত সোমবার গভীর রাতে ফাঁড়ি পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা নওগাঁ-নাটোর সড়কের আদমদীঘি উপজেলার সান্তাহার মালশন মোড়ে পাকা রাস্তায় চেকপোষ্ট অতিক্রম করার সময় তাকে আটক করা হয়। আটককৃত সুলতান মাহমুদ লাম নওগাঁ সদর উপজেলার চকবাড়িয়া ঈদগাহ মাঠ এলাকার আব্দুল মান্নানের ছেলে।

পুলিশ জানায়, গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে সান্তাহার ফাঁড়ি পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা নওগাঁ-নাটোর সড়কের আদমদীঘি উপজেলার সান্তাহার মালশন মোড়ে পাকা রাস্তায় চেকপোষ্ট স্থাপন করে বিভিন্ন যানবাহন তল্লাশি শুরু করেন। এসময় মোটরসাইকেল যোগে সুলতান মাহমুদ ওরফে লাম-সহ কয়েকজন ব্যক্তি অবৈধ উদ্দেশ্যে নওগাঁর দিকে যাওয়ার সময় চেকপোষ্ট অতিক্রম করতে গেলে যৌথ বাহিনীর সংকেতকে উপেক্ষা করে পালানোর চেষ্টাকালে সুলতান মাহমুদ লামকে আটক করে তার দেহ তল্লাশি করা হলে প্যান্টের পকেটের ভিতর থেকে স্টিলের ধারালো একটি বার্মিজ চাকু উদ্ধার ও আরওয়ানফাইভ একটি মোটরসাইকেলসহ ১৫হাজার টাকা জব্দ করেন। এসময় অপর ব্যক্তিরা পালিয়ে যায়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, এ ব্যাপারে সান্তাহার ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বকুল হোসেন বাদী হয়ে সুলতান মাহমুদ লামের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে একটি মামলা করেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়