শিরোনাম
◈ শুধু বাণিজ্য দিয়ে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করলে ভুল হব: ড. দেবপ্রিয় ভট্টাচার্য ◈ ভারতের তৈরি পোশাক বাজারে বাংলাদেশের আধিপত্য ক্রমেই সুসংহত হচ্ছে ◈ ‘শতাব্দীসেরা’ জলোচ্ছ্বাসে ভেসে যাবে বাংলাদেশের উপকূল: এমআইটির গবেষণা ◈ বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কে নতুন মোড় ◈ মার্চ ফর গাজা: সোহরাওয়ার্দীতে আসতে শুরু করেছে জনতা (ভিডিও) ◈ ২৪ হাজার কোটি টাকা ব্যয়ে শুরু হচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের টার্মিনাল ◈ মডেল মেঘনা আলমকে আটকের দিনই ঢাকা ছেড়েছেন সৌদি রাষ্ট্রদূত ◈ আমরা সকলেই একমত দেশে রাষ্ট্র সংস্কার জরুরি: আলী রীয়াজ ◈ মডেল মেঘনা ‘আর্থিক সুবিধা নেওয়ার জন্য’ তাঁর সঙ্গে প্রতারণার চেষ্টা করছেন, সৌদি রাষ্ট্রদূতের অভিযোগ ◈ রোববার যেসব জেলায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৫, ১২:১৫ দুপুর
আপডেট : ১২ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে আরিচা মহাসড়কে দুর্ঘটনায় নিহত ১: আহত ৬

মোঃ আদনান হোসেন ধামরাই ঢাকা থেকে : ঢাকার ধামরাইয়ে সুতিপাড়া অঞ্চলে  যাত্রীবাহী দূরপাল্লার বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড় মো:আব্দুল মোহিদ (৭০) নামে একজন নিহত হয়েছেন। এসময় বাসে থাকা অন্তত ৬ যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোর বেলা  ঢাকা-আরিচা মহাসড়কের সুতিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মির্জা আব্দুল মুহিদ বেগ কুষ্টিয়ার মিরপুর থানার মৃত আজিজ উদ্দিন বেগেরে ছেলে।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার সোহল রানা সাংবাদিকদের  বলেন, ভোর ৪টা ৪০ মিনিটের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সুতিপাড়া এলাকায় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা এসবি ডিলাক্স নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর এলে ধামরাই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত ও নিহতের মরদেহ উদ্ধার করে। এ সময় আহতদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এছাড়া মরদেহ গোলড়া হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

গোলড়া হাইওয়ে থানার ইনচার্জ সারোয়ার বলেন, ধামরাইয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে এক ব্যক্তি নিহত ও কয়েকজন আহত হয়েছে।আহতরা ধামরাই হাস পাতালে ভর্তি রয়েছে। এছাড়া নিহতের মরদেহ পরিবা রের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানানপুলিশের ওই কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়