শিরোনাম
◈ এবার মার্কিন পণ্যে পাল্টা ৩৪ শতাংশ শুল্ক আরোপ করল চীন ◈ বিশ্বের মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ থাকলে কেউ জুলুম চালাতে পারবে না : ইরান ◈ দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ◈ বাংলাদেশের কোনো নির্দিষ্ট দলকে সমর্থন নিয়ে ড. ইউনূসকে যা বলেন মোদি ◈ ড. ইউনূস-মোদি ৪০ মিনিটের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা করেন ◈ লাশের স্তুপে পরে থাকা কানাই লাল জানালেন সেই নৃশংস গণহত্যার ঘটনা ◈ ৭২ ঘন্টা পর চোখ খুলেছে শিশুটি, এক আসামি গ্রেফতার ◈ থাইল্যান্ডকে ভিসা সহজীকরণসহ যেসব বিষয়ে আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ◈ ইউনূস-মোদি বৈঠকে আশার আলো তৈরি হয়েছে: ফখরুল ইসলাম ◈ পাচার হওয়া অর্থ ফেরাতে শ্রীলঙ্কার সহায়তা চেয়েছে সরকার

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৫, ১২:১৫ দুপুর
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে আরিচা মহাসড়কে দুর্ঘটনায় নিহত ১: আহত ৬

মোঃ আদনান হোসেন ধামরাই ঢাকা থেকে : ঢাকার ধামরাইয়ে সুতিপাড়া অঞ্চলে  যাত্রীবাহী দূরপাল্লার বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড় মো:আব্দুল মোহিদ (৭০) নামে একজন নিহত হয়েছেন। এসময় বাসে থাকা অন্তত ৬ যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোর বেলা  ঢাকা-আরিচা মহাসড়কের সুতিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মির্জা আব্দুল মুহিদ বেগ কুষ্টিয়ার মিরপুর থানার মৃত আজিজ উদ্দিন বেগেরে ছেলে।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার সোহল রানা সাংবাদিকদের  বলেন, ভোর ৪টা ৪০ মিনিটের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সুতিপাড়া এলাকায় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা এসবি ডিলাক্স নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর এলে ধামরাই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত ও নিহতের মরদেহ উদ্ধার করে। এ সময় আহতদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এছাড়া মরদেহ গোলড়া হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

গোলড়া হাইওয়ে থানার ইনচার্জ সারোয়ার বলেন, ধামরাইয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে এক ব্যক্তি নিহত ও কয়েকজন আহত হয়েছে।আহতরা ধামরাই হাস পাতালে ভর্তি রয়েছে। এছাড়া নিহতের মরদেহ পরিবা রের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানানপুলিশের ওই কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়