শিরোনাম
◈ টাইম ট্রাভেল: কোনোভাবে কি অতীত কিংবা ভবিষ্যৎ ঘুরে আসা সম্ভব? ◈ অধ্যাপক ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক চলছে ◈ মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার পরিচালক বরখাস্ত ◈ গৌরনদীতে বিএনপি ও যুবদলের মধ্যে সংঘর্ষ আহত- ২৫ ◈ ফরিদপুরে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও আগুন ◈ জনশূন্য পেঙ্গুইনের দ্বীপেও শুল্ক বসালেন ট্রাম্প! ◈ ভারতীয় নিম্নকক্ষ মুসলিম এন্ডোমেন্ট পরিবর্তনের বিল পাশ করেছে ◈ দুই হাতে বোলিং করে উইকেট নিয়ে আইপিএলে রেকর্ড শ্রীলঙ্কান অলরাউন্ডারের ◈ ইরানে মার্কিন হামলার হুমকি অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে রাশিয়া ◈ থাই বিশিষ্টজনদের সঙ্গে প্রাতঃরাশ বৈঠকে মিলিত হন প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৫, ০৯:১০ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোয়ালমারীতে ধর্ষক গ্রেপ্তার, ধর্ষকের সহযোগী পলাতক 

সনত চক্র বর্ত্তী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে ধর্ষণের অপরাধে আব্দুর রহমান নামের (১৮) এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। ধর্ষকের সহযোগে রাতুল (১৯) পলাতক রয়েছে। ধর্ষণের ঘটনায় মেয়ের মা  বাদী হয়ে মঙ্গলবার (১ এপ্রিল) রাতে ধর্ষণ মামলা করেছেন। মামলা নাম্বার ১। ধর্ষক ও তার সহযোগীর বাড়ি উপজেলার মুরাইল গ্রামে। 

মামলার এজাহার ও থানা সূত্র জানা যায়, ঈদের দিন ঘুরতে যাওয়ার কথা বলে আব্দুর রহমান বর্ণিচর গ্রামের ওই মেয়েকে (১৮) গুনবাহ শফিউদ্দিন স্কুল এন্ড কলেজের মধ্যে নিয়ে তার  ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এ সময় ওই মেয়ে অজ্ঞান হয়ে যায়। পরে তাকে পাশের এক বাড়ি নিয়ে চেতনা ফেরানোর চেষ্টা করে। তার চেতনা না ফেললে পাশের মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। হাসপাতালে গিয়ে তার চেতনা ফেরে। বোয়ালমারী থানা পুলিশ পরের দিন মঙ্গলবার সকাল ৯ টার দিকে সংবাদ পেয়ে থানার উপ-পরিদর্শক আব্দুর রশিদ মোহাম্মদপুর হাসপাতাল থেকে ভিকটিমকে উদ্ধার করে নিয়ে আসে।

মামলার পর মঙ্গলবার রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে এলাংখালী এলাকা থেকে ধর্ষককে গ্রেফতার করে। থানা অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, ধর্ষনের ঘটনায় মামলা হয়েছে। মামলার পর ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণের সহযোগি আসামি রাতুলকে গ্রেফতারের চেষ্টা চলছে। বুধবার মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ফরিদপুর পাঠানো হয়েছে এবং আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়