শিরোনাম
◈ বাংলাদেশি ভেবে বিএসএফের গুলি, ভারতীয় চোরাকারবারির মৃত্যু ◈ বিশ্বকে পরিবর্তন করতে হলে আগে নিজের গ্রাম থেকে পরিবর্তন শুরু করো: প্রধান উপদেষ্টা ◈ এবার বঙ্গোপসাগরের দীর্ঘতম উপকূলরেখা নিজেদের দাবি করল ভারত ◈ বাংলাদেশকে আসিয়ানে কেন যোগ দেওয়া উচিত: দ্য ডিপ্লোম্যাটের প্রতিবেদন ◈ বাংলাদেশের জন্য বেদনাদায়ক ট্রাম্পের শুল্ক আরোপ: নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক ◈ এবার দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন টিউলিপ সিদ্দিক ◈ বিমসটেক সম্মেলন: মোদির টুইটে নেই ড. ইউনূসের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ ◈ বাংলাদেশ-চীন-পাকিস্তান কূটনীতি জোরদার, পিছিয়ে ভারত ◈ মহুয়া কমিউটার ট্রেনে আগুন, বন্ধ ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ ◈ ইসরায়েলের বিমান হামলায় কেঁপে উঠল দামেস্ক ও হামা

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৫, ০৮:১৩ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৫, ১১:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের বিরুদ্ধে যে গভীর ষড়যন্ত্র চলছে তা রুখে দিতে হবে : এ্যানি 

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বর্তমান সময়ে বাংলাদেশের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, ভোটের বিরুদ্ধে যে গভীর ষড়যন্ত্র চলছে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে এই সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। যে স্বপ্ন নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি, যে স্বপ্ন নিয়ে আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি, সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে হবে। আর এই ঐক্য দরে রাখতে হলে দেশে দ্রুত একটি নির্বাচন দিতে হবে। একটি নিরেপক্ষ নির্বাচনই হতে পারে আমাদের জাতীয় ঐক্য। 

বুধবার দুপুরে লক্ষ্মীপুর সরকারী কলেজ মাঠে লক্ষ্মীপুর সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লক্ষ্মীপুর জেলার প্রাক্তন নেতৃবৃন্দের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা কর্মসূচি ঘোষণা করছেন। সেই কর্মসূচিতে বাংলাদেশ বিনির্মাণে সকল রোডম্যাপ দেওয়া আছে। বিএনপি সেই ৩১ দফা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। আর এই ৩১ দফার মাধ্যমে সকল ষড়যন্ত্র বেদ করে আমরা গণতন্ত্রের ভীতকে শক্তিশালী করার সংগ্রামে অবতীর্ণ হয়েছি। 

এ্যানি আরও বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদের সকল আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছে। স্বৈরাচার এরলাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে স্বৈরাচার আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনেও অগ্রণী ভূমিকা পালন করেছে। ছাত্রদল স্বৈরাচার আওয়ামী লীগের বিরুদ্ধে সামনে থেকে আন্দোলন করে এবং এই সরকারকে হটাতে অগ্রণী ভূমিকা পালন করেছে। আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণেও ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমরা আশা প্রকাশ করছি। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।

লক্ষ্মীপুর সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহবায়ক হাসিবুর রহমান অভির সভাপতিত্বে ও সদস্য সচিব মাইনল হাসান শাওনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এডভোকেট হাসিবুর রহমান, বিএনপি নেতা নিজাম উদ্দিন, মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, মাহবুবুর রহমান লিটন, জেলা যুবদলের আহবায়ক রেজাউল করিম লিটন, জেলা শ্রমিকদলের সভাপতি আবুল হাসেম, জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসেত প্রমুখ। 

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল্লাহ দুলাল, হারুনুর রশিদ হারুন, বর্তমান সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, সাবেক সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, কামরুজ্জামান সোহেল, মাহবুব আলম মামুন, বর্তমান সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়