পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রী ও যুবককে বৈদ্যুতিক খুঁটির সাথে বেধেঁ নির্যাতন
নাজমুল হক মুন্না, উজিরপুর (বরিশাল) : বরিশালের উজিরপুরের বামরাইল ইউনিয়নের মোড়াকাঠি গ্রামের প্রবাসী এক গৃহবধূর সাথে গৌরনদী উপজেলা উত্তর পালুরদী গ্রামের সাদ্দাম হোসেনের পরকীয়ার অভিযোগ দিয়ে মধ্যযুগীয় কায়দায় বৈদ্যুতিক খুঁটির সাথে বেধেঁ পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটানাটি ঘটেছে মঙ্গলবার সকালে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধূ আর ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশ বাদী হয়ে নির্যাতনের স্বীকার সাদ্দাম হোসেন(২৫) এবং ওই গৃহবধূকে আসামী করে অনৈতিক কার্যকালাপের অভিযোগে পুলিশের এস আই জতিনময় বাদী হয়ে মামলা দায়ের করে। অপরদিকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটানায় পুলিশ থানায় কোন মামলা নেয়নি বলে অভিযোগ করেছেন অভিযুক্ত যুবক সাদ্দাম হোসেনের পিতা আকবর তালুকদারের।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ১ম দিন প্রবাসী স্ত্রী বাসায় দাওয়াত দিলে মঙ্গলবার সকালে ওই বাসায় মোটরসাইকেল যোগে আসেন গৌরনদী উপজেলার উত্তর পালুরদী গ্রামের আকবর তালুকদারের ছেলে সাদ্দাম হোসেন(২৫)। এসময় বাড়ীর লোকজন সাদ্দামকে দেখে ঘরে ঢুকে টুলু সরদার, খলিল ফরাজী, সোহেল ফরাজী, বাসাই ফরাজীসহ আরো ১৫/২০ জন নারী-পুরুষ মিলে ওই গৃহবধূ আর সাদ্দামকে রশি দিয়ে বাড়ীর উঠানের বৈদ্যুতিক খুঁটির সাথে তাদেরকে বেঁধে রেখে বেধড়ক মারধর করে। এসময় মুঠফোনে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিলে ভিডিওটি ভাইরাল হয়ে যায়। এসময় স্থানীয় সংবাদকর্মীরা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
অভিযুক্ত সাদ্দাম হোসেনের পিতা আকবর তালুকদার বলেন, টুলু সরদার নামে একজন আমাকে ফোন করে ২ লক্ষটাকা চাঁদা দাবী করে। তখন আমি টাকা দিতে অস্বীকার করলে তারা আমার ছেলের ওপর পাশবিক নির্যাতন করে এবং মোটরসাইকেল টি গুম করে দেয়। এছাড়া পুলিশ আমাদের মামলা না নিয়ে উল্টো তারা বাদী হয়ে অনৈতিক কার্যকালাপের অভিযোগ এনে মামলা দায়ের করে সাদ্দাম আর ওই গৃহবধূকে জেল হাজাতে প্রেরন করে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানান, পুলিশ অনৈতিক কার্যকালাপের অভিযোগে দুইজনকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে এসে একটি মামলা দায়ের করেছে। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। নির্যাতনের ঘটনায় মামলা না নেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, কেউ যদি নির্যাতনের স্বীকার হয়ে থাকে তাহলে তাদের পরিবার মামলা দিলে আমরা বিষয়টি দেখবো। কিন্তু কেউ কোন অভিযোগ দেয়নি।