শিরোনাম
◈ এবার মার্কিন পণ্যে পাল্টা ৩৪ শতাংশ শুল্ক আরোপ করল চীন ◈ বিশ্বের মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ থাকলে কেউ জুলুম চালাতে পারবে না : ইরান ◈ দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ◈ বাংলাদেশের কোনো নির্দিষ্ট দলকে সমর্থন নিয়ে ড. ইউনূসকে যা বলেন মোদি ◈ ড. ইউনূস-মোদি ৪০ মিনিটের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা করেন ◈ লাশের স্তুপে পরে থাকা কানাই লাল জানালেন সেই নৃশংস গণহত্যার ঘটনা ◈ ৭২ ঘন্টা পর চোখ খুলেছে শিশুটি, এক আসামি গ্রেফতার ◈ থাইল্যান্ডকে ভিসা সহজীকরণসহ যেসব বিষয়ে আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ◈ ইউনূস-মোদি বৈঠকে আশার আলো তৈরি হয়েছে: ফখরুল ইসলাম ◈ পাচার হওয়া অর্থ ফেরাতে শ্রীলঙ্কার সহায়তা চেয়েছে সরকার

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৫, ০২:১২ দুপুর
আপডেট : ০৫ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদের রাতে মদপান, তিনজনের মৃত্যু: হাসপাতালে ভর্তি ১৮

সাতক্ষীরায় ঈদের রাতে বন্ধুরা মিলে মদপানে অসুস্থ হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন কমপক্ষে ১৮ জন। তারা আশাশুনিসহ সাতক্ষীরা ও খুলনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বুধবার (২ এপ্রিল) সকালে আশাশুনি স্বাস্থ্য কপপ্লেক্সে ও সাতক্ষীরার দুটি হাসপাতালে তাদের মৃত্যু হয়।

এর আগে সোমবার ঈদের দিন রাতে আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের কাদাকাটি গ্রামের তেঁতুলিয়া বাজারে তারা মদপান করেন।

মৃতরা হলেন, তেঁতুলিয়া গ্রামের ফরহাদ গাজীর ছেলে নাজমুল হোসেন (৩৫), জাফর সরদারের ছেলে টিটু খান (৩৮) ও মোকামখালি গ্রামের কুদ্দুস সরদারের ছেলে ইমরান হোসেন (২৫)।

স্থানীয় বাসিন্দা সাহাবুদ্দিন জানান, ঈদের রাতে কাদাকাটি বাজার সংলগ্ন তেঁতুলিয়া বাজারের পাশে ১৫ থেকে ২০ জন বন্ধু মিলে মদপান করেন। এরপর একে একে সবাই অসুস্থ হয়ে পড়েন। মঙ্গলবার ভোরে সবাইকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স, সাতক্ষীরা সদর হাসপাতাল ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়। অসুস্থ ৭ থেকে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নোমান হোসেন জানান, বুধবার দুপুর পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে ওসি বলেন, মদপান করে তাদের মৃত্যু হয়েছে বলে শুনেছি। এছাড়া অসুস্থ হয়ে ১৮ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. প্রসুন কুমার জানান, এখানে একজন মারা গেছেন। বাকিরা সাতক্ষীরাসহ বিভিন্ন হাসপাতালে মারা গেছেন বলে শুনেছি। উৎস: জাগোনিউজ২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়