মাদারীপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে আরও দুইজন।
স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, আহত অপর দুই যুবকও মারা গেছে। এই প্রতিবেদন লেখার সময় সত্যতা নিশ্চিত করা যায়নি।
মঙ্গলবার (১ এপ্রিল) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে, পদ্মা সেতু এক্সপ্রেসওয়ের নাওডোবা গোলচত্বর থেকে সাহেববাজার এলাকামুখি সড়কে বিপরীতমুখী দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হয়েছে ও আহত হয়েছে আরও দুইজন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, দুর্ঘটনার স্থানটি জাজিরা থানার মধ্যে পড়েছে, শিবচর সংলগ্ন। আমরা খোঁজ নিচ্ছি। দুইজনের মৃত্যুর খবর পেয়েছি। বিস্তারিত পরে জানানো যাবে।